13th July, 2025
মনের মতো স্বামী পেতে শ্রাবণ মাসে শিবকে অর্পণ করুন এই জিনিস
TV9 Bangla
Credit - Pixabay
শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস। নানা ইচ্ছা পূরণের জন্য সকলে, বিশেষ করে মহিলা শিবলিঙ্গে দুধ-জল অর্পণ করেন প্রতি সোমবার।
শুধু শিবের মাথায় জল ঢাললেই হবে না। মনের মতো স্বামী পেতে শিবকে নিবেদন করতে হবে এই জিনিস।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কাক্ষ্মিত বর পেতে শিবলিঙ্গে জাফরান মেশানো দুধ অর্পণ করতে হয় সোমবার করে।
যদি বিয়ে হতে দেরি হয় বা বিয়েতে বাধা পড়ে, তাহলে জাফরান মেশানো দুধ অর্পণ করলে ভাল জীবনসঙ্গী খুঁজে পাওয়া যায়।
শ্রাবণ মাসের প্রতি সোমবার জাফরান মেশানো দুধ ঢাললে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হয়, শীঘ্রই বিয়ের যোগ তৈরি হয়।
যদি জাফরান মেশানো দুধ ঢালতে না পারেন, তাহলে শমী ফুল অর্পণ করতে পারেন। তাহলে শিব ও শনিদেব একসঙ্গে সন্তুষ্ট হবেন।
শিবকে বেলপাতা, কাঁচা দুধ,হলুদ ফুল ও মধু অর্পণ করলে প্রেম বিবাহের সম্ভাবনা বাড়ে।
তবে শিব অল্পেতেই সন্তুষ্ট। আপনি যদি শুধু জল ঢেলেও, পবিত্র মনে শিবের কাছে প্রার্থনা করেন, তবে মনোবাসনা পূরণ হবে।
আরও পড়ুন