24 February 2024
বাড়িতে ওয়াক্সিং করেন? এই ৫ ভুল একদম নয়
credit: istock
TV9 Bangla
পার্লারে যাওয়ার সময় নেই। তাই বাড়িতেই সারতে হবে ওয়াক্সিং। কিন্তু ভুল উপায়ে ত্বকের অবাঞ্চিত রোম তুললে ক্ষতি আপনারই।
অনেকেই বাড়িতে ওয়াক্সিং করেন। কিন্তু ওয়াক্সিং করার সঠিক উপায় অনেকেরই অজানা। আর এতেই বাড়ে ত্বকের সমস্যা।
বাড়িতে ওয়াক্সিং করার সময় একটু সতর্ক থাকতে হবে আপনাকে। কোন কোন ভুল এড়িয়ে চলবেন, ওয়াক্সিং করার আগে জেনে রাখুন।
ওয়াক্সিং করার আগে ত্বক পরিষ্কার করে নিন। ভিজে তোয়ালে দিয়ে হাত-পা মুছে নিন। এরপর অল্প পরিমাণ ট্যালকম পাউডার মেখে নিন।
ওয়াক্সিংয়ের সময় মোটা করে ওয়াক্স প্রয়োগ করবেন না। ত্বকের উপর পাতলা ওয়াক্সের স্তর করলে সহজেই সমস্ত রোম উঠে আসে।
ওয়াক্সের তাপমাত্রা যেন ঠিক থাকে, সেটা খেয়াল রাখুন। ওয়াক্স বেশি গরম হয়ে গেলে ত্বক পুড়ে যেতে পারে। আবার ঠান্ডা থাকলে রোম উঠবে না।
ত্বকের উপর কোনও কাটাছেঁড়া থাকলে ভুলেও সেই অংশে ওয়াক্স করবেন না। ক্ষত স্থানে ওয়াক্সিং করলে ত্বকে প্রদাহ আরও বাড়বে।
ওয়াক্সিং বেদনাদায়ক। তাই ওয়াক্সিং করার পর অবশ্যই বডি অয়েল বা অ্যালোভেরা জেল মেখে নিন। এতে ত্বকের চিটচিটে ভাব ও প্রদাহ থেকে মুক্তি পাবেন।
আরও পড়ুন