হাতে এই পাথরের ব্রেসলেট পরেন, সাবধান! বড় বিপদ হতে পারে
Credits:, TV9
TV9 Bangla
অনেকেই হাতে ব্রেসলেট পরতে ভালবাসেন। কেবল ফ্যাশন নয়, আধ্যাত্মিক বিশ্বাস থেকেও অনেকে ব্রেসলেট পরেন। বিশ্বাস কিছু নির্দিষ্ট পাথরের ব্রেসলেট পরলে শরীর-মন ভালো থাকে, সৌভাগ্য বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। কোন পাথর পরলে কী হয়?
টাইগার আই স্টোন (Tiger’s Eye stone) - এই পাথর আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক বলে ধরা হয়। যারা সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত, তাঁদের জন্য এটি ভাল। টাইগার আই স্টোন ব্রেসলেট স্ট্রেস কমায় এবং ধৈর্য বাড়ায়।
ব্ল্যাক টুরমালিন (Black Tourmaline) - নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা পেতে এই পাথরটি অত্যন্ত জনপ্রিয়। এটি মানসিক চাপ, হীনমন্যতা এবং দুর্ভাগ্য কাটাতে সাহায্য করে।
রোজ কোয়ার্টজ (Rose Quartz) - ভালবাসা এবং হৃদয় নিয়ে যেখানে সমস্যা সেখানে কার্যকর এই পাথর। এটি সম্পর্ক মজবুত করে, মানসিক প্রশান্তি দেয় এবং অভিমান বা আঘাত কাটাতে সাহায্য করে।
অ্যামেথিস্ট (Amethyst) - এই পাথর ঘুমের সমস্যা, মাথাব্যথা ও মানসিক অস্থিরতার ক্ষেত্রে উপকারী। এটি ধ্যান এবং আধ্যাত্মিক উন্নতির জন্য উপযুক্ত বলে মানা হয়।
সিট্রিন (Citrine) - সৌভাগ্য, সম্পদ এবং সাফল্য বাড়াতে এই পাথরটি ব্যবহৃত হয়। ব্যবসায়ীদের মধ্যে সিট্রিন ব্রেসলেট বেশ জনপ্রিয়।
গ্রিন অ্যাভেনটিউরিন (Green Aventurine) - এটি হৃদয়চক্রকে সক্রিয় করে এবং নতুন সুযোগের দ্বার খুলে দেয় বলে বিশ্বাস। চাকরি বা ব্যবসায় অগ্রগতি পেতে এই পাথরের ব্রেসলেট উপকারী বলে ধরা হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।