আপনি কি বঙ্গ তনয়া? তাহলে তো টিপের সঙ্গে একটা বিশেষ টান রয়েছে। শাড়ি হোক বা কুর্তি, অথবা সালোয়ার-কামিজ যাই পরুন না কেন, সঙ্গে একটা টিপ থাকলে তো কুপোকাত হবে প্রেমিক।
চোখে কাজল আর কপালের মধ্যিখানে মানানসই টিপ, এই দুই থাকলেই যেন মহিলাদের সৌন্দর্য্য দ্বিগুণ হয়ে যায়।
তবে টিপ পরলে কেবল সাজ-পোশাকে চমক আসে না। বরং উন্নতি ঘটে স্বাস্থ্যেরও। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। টিপ পরলে মেয়েদের নানা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে।
নিয়মিত মাথার ব্যথায় ভুগলে, টিপ পরে থাকুন। কপালের মাঝাখানে এক বিশেষ চক্র থাকে, যার নাম অজ্ঞান চক্র। ঠিক মাঝখানে টিপ পরার সময় যে হালকা চাপ লাগে, তাতে অজ্ঞান চক্র সক্রিয় হয়। মাথা ব্যথা দূর হয়।
নিয়মিত টিপ পরলে মুখের পেশিও মজবুত হয়। এমনকি বলিরেখাও দূরে থাকে, ফলে চট করে বয়সের ছাপ পড়ে না। আবার স্মৃতিশক্তি বাড়ে। যে কোনও কাজে মনোযোগ আরও বেশি হয়।
টিপ পরলে স্নায়ু সামান্য উত্তেজিত হয়। ফলে কানের পেশি মজবুত হয় ও শ্রবণশক্তি বৃদ্ধি পায়। এমনকি টিপ পরলে দৃষ্টিশক্তি ভাল হয়। টিপ পরলে অনুভূতি ক্ষমতাও বাড়ে।
কর্মব্যস্ত জীবনে কম বেশি সবাই মানসিক অবসাদে ভেগেন। নিয়মিত টিপ পরলে মানসিক চাপ দূর হয়। এমনকী, সারা দিন ধরে সতেজ থাকতে কপালে টিপ পরতেই পারেন।
দুই ভ্রু মধ্যিখানে যেখানে টিপ পরা হয় সেখানে থাকে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নায়ু-বিন্দু। টিপ পরার সময়ে সেখানে আঙুল দিয়ে হালকা চাপ দিলে স্নায়ু আরও সচল হয়। ফলে সারা শরীরে রক্ত চলাচল ভাল হয়।