জগত সংসারের কুনজর থেকে বাঁচাতে বাচ্চাদের পায়ে কালো কার পরানো হয়, লাগানো হয় কাজলের কালো টিকা। কিন্তু না জেনে শুনে কালো কার বা সুতো বাঁধা কি আদৌ ভাল?
জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে উলটো কথা। পায়ে কালো সুতো বাধলেই যে তা সবার জন্য মঙ্গল, এমনটা মোটেই নয়। উলটে হতে পারে ঘোর অমঙ্গল।
এখন অনেকেই ফ্যাশনের করে পায়ে কালো সুতো বাধেন। আবার অনেকে কুনজর থেকে নিজেকে বা সন্তানদের রক্ষা করতে পায়ে কালো সুতো পরেন।
তবে পায়ে কালো সুতো পরা কিন্তু সব রাশির জাতকদের মোটেও শুভ নয়। উলটে না জেনে কার পরলে, হতে পারে বড় ক্ষতি। কারা পায়ে কালো সুতো পরলে হতে পারে বড় ক্ষতি?
জ্যোতিষশাস্ত্র বলছে দুই রাশির জাতক-জাতিকা হলে কখনই পায়ে কালো সুতো পরা উচিত নয়। তা সে কুনজর এড়াতেই হোক বা ফ্যাশন করেই হোক, কালো সুতো না পরাই ভাল।
বৃশ্চিক ও মেষ রাশির জাতক-জাতিকাদের কখনই পায়ে কালো সুতো বাঁধা উচিত নয়। এই দুই রাশির অধিপতি মঙ্গল। মঙ্গলের প্রিয় রং লাল। মঙ্গল গ্রহের কালো রং একে বারেই পছন্দ নয়।
তবে যে সমস্ত রাশিতে শনি দেবের অবস্থান শক্তিশালী বা শনিদেব নিজেই অধিপতি তাঁরা কালো সুতো পরতে পারেন। তবে কালো সুতো পরার নির্দিষ্ট নিয়ম রয়েছে।
কালো রঙ শনিদেবের প্রতিনিধি। শনিবার কালো সুতো পরার জন্য শুভ দিন। হাতে কালো সুতো পরলে, যে হাতে তা বাঁধছেন সেখানে অন্য কোনও রঙের সুতো যেন না বাঁধা থাকে। বাড়ির প্রধান দরজায় কালো সুতো লেবু দিয়ে ঝুলিয়ে রাখতে পারেন।