19 July, 2025

দামি প্লেট ছাড়ুন, কলা পাতায় খাবার খেলেই সারবে হাজার রোগ

Credit - Pinterest 

TV9 Bangla

অনুষ্ঠান বাড়িতে কলা পাতায় খাবার দেওয়ার চল বহুদিনের পুরনো। সময় বদলেছে, তাও মাঝে মাঝে কলা পাতায় এখনও দেখা যায় খাবার দিতে।

কলা পাতায় খাবার খাওয়ার গুণ অনেক। যার ফলে বহু রোগের ঝুঁকিও কমে যায়। কলা পাতায় পলিফেলন নামক অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। তাই এই পাতায় খাবার খেলে শরীরে অ্যান্টি অক্সিডেন্ট প্রবেশ করে।

লা পাতায় খাবার খেলে শরীর থেকে টক্সিন দূর হয়। যার ফলে ত্বকের স্বাস্থ্য ভালো হয় এবং ত্বক অত্যন্ত উজ্জ্বল হয়। আরও গুণ শুনলে দামি প্লেটে খাওয়া ছেড়ে দেবেন।

যারা ঘন ঘন সর্দি কাশির সমস্যায় ভোগেন, তারা কলা পাতায় খাবার খেতে পারেন। এতে যেহেতু অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে। যা বহু ক্ষতিকর ব্যাক্টেরিয়ার সঙ্গে লড়াই করতে পারে।

কলা পাতাতে রয়েছে অ্যালোয়েনটাইন নামের এক উপাদান। যা পেটের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। কেউ যদি পেটের কোনও ক্রনিক সমস্যায় ভোগেন, তা হলে হজমজনিত সমস্যা দূর হয়।

কলা পাতায় আছে পলিফেলন নামক এক অ্যান্টি অক্সিডেন্ট। এই পাতায় খাবার খেলে তা সেইসময় শরীরে প্রবেশ করে। যা ক্যানসারের কোষবৃদ্ধিও আটকায়।

ঠিক করে কলা পাতায় খাবার খেলে কোনও রকম ভাইরাসঘটিত রোগ দূরে থাকতে পারে। কারণ কলা পাতায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

বিশেষ দ্রষ্টব্য - উপরিল্লিখিত বক্তব্য স্বাস্থ্য সংক্রান্ত তথ্য থেকে প্রাপ্ত। এই বিষয়ে TV9 Bangla-র কোনও দায় নেই।