12 February 2024
ড্রেসিং টেবিলে মাইসেলার ওয়াটার আছে তো?
credit: istock
TV9 Bangla
যেমন ধৈর্য নিয়ে মেকআপ করেন, তেমনই দিনের শেষে মেকআপ তোলা জরুরি। আর এই কাজটা সহজ করে দেয় মাইসেলার ওয়াটার।
হালকা হোক বা ভারী, সহজেই মুখ থেকে সমস্ত মেকআপ, ময়লা তুলে দেয় মাইসেলার ওয়াটার। এখানেই এই উপাদানের গুণাগুণ শেষ নয়।
মাইসেলার ওয়াটার দিয়ে মেকআপ মুছলে ত্বকের উপর চাপ পড়ে না। মেকআপের সঙ্গে অতিরিক্ত সেবামও পরিষ্কার করে দেয় এটি।
মাইসেলার ওয়াটারের মধ্যে হাইড্রেটিং উপাদান রয়েছে, যা ত্বকের হাইড্রেশনকে ব্যালেন্স করে। এটি ত্বককে সতেজ দেখাতে সাহায্য করে।
ব্রণ প্রবণ ত্বকের জন্য উপকারী মাইসেলার ওয়াটার। এই প্রসাধনী ব্রণ প্রতিরোধ করে এবং ওপেন পোরসের সমস্যা দূর করে।
যাঁরা নিয়মিত মেকআপ করেন তাঁদের ড্রেসিং টেবিলে মাইসেলার ওয়াটার থাকা জরুরি। মাইসেলার ওয়াটার ব্যবহারের সহজ উপায়ও জানা দরকার।
ত্বকের ধরন অনুযায়ী মাইসেলার ওয়াটার বেছে নিন। এরপর তুলোর বলে মাইসেলার ওয়াটার ঢেলে নিন এবং মুখে মেখে নিন।
মাইসেলার ওয়াটার মেশানো তুলোর বল দিয়ে মুখ মুছে নিলে ওয়াটার প্রুফ মেকআপও উঠে আসবে। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
আরও পড়ুন