5th April, 2025

জীবনের কোন কথা সব সময় লুকিয়ে রাখতে হয়? নিম করোলি বাবা বলেছেন...

TV9 Bangla

Credit - Pinterest, X

নিম করোলি বাবা ভারতে খুবই আলোচিত সাধকদের মধ্যে একজন। তাঁর নানা বাণী অনেকের জীবন বদলে দিয়েছে। তিনি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন।

কোনও ব্যক্তির জীবনে আধ্যাত্মিক বিকাশ ও সরলতার প্রভাব কেমন হওয়া উচিত, তা নিয়ে জানিয়েছিলেন নিম করোলি বাবা।

তাঁর মতে সকলের জীবনে বেশ কিছু বিষয় আছে, যা সব সময় গোপন রাখা উচিত। নিম করোলি বাবার মতে, যদি কেউ সত্যিকারের দান করেন, তা গোপনে করা উচিত। কাউকে দেখানোর জন্য দান করলে পুণ্য কমে যায়।

নিম করোলি বাবার মতে, যদি কোনও ব্যক্তি কিছু কাজ করার পরিকল্পনা করেন, তা গোপনে রাখা উচিত। এটি করলে সেই ব্যক্তির বিরোধীরা ষড়যন্ত্র করার সুযোগ পায় না।

মহান নিম করোলি বাবা জানিয়েছেন, বাইরের কারও সঙ্গে বাড়ির সমস্যা ভাগ করে নেবেন না। এমনটা করলে সেই সমস্যা আরও বেড়ে যেতে পারে। নেতিবাচক প্রভাব পড়তে পারে।

নিম করোলি বাবার কথায়, প্রত্যেকের জীবনে কিছু ভালো বা খারাপ অতীত থাকে। সেই অতীতের দিকে মনোনিবেশ না করে, বর্তমানের দিকে এগিয়ে যেতে হয়।  

নিজের শক্তি ও দুর্বলতা অন্যকে বলা উচিত নয়। এমনটাই বলেছেন নিম করোলি বাবা। তাঁর মতে কেউ যতই ঘনিষ্ঠ হোক না কেন, কারও আয় কতটা, তা কাউকে বলা ঠিক নয়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।