পঁচিশে আর কী কী বাকি? বাবা ভাঙ্গার 'ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণীও' সত্যি হওয়ার পথে!
TV9 Bangla
Credit - X, PTI
যুগের পর যুগ ধরে বাবা ভাঙ্গার করে যাওয়া নানা ভবিষ্যদ্বাণী প্রভাব ফেলেছে। বুলগেরিয়ান অন্ধ মহিলা বাবা ভাঙ্গা নামে সারা বিশ্বে পরিচিত। তিনি মারা গিয়েছেন ১৯৯৬ সালে।
পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তাঁর বলে যাওয়া একাধিক ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গিয়েছে। তিনি বিশ্ব নিয়ে নানা সময় বহু কথা বলেছিলেন।
শুধু তাই নয়, এ বছর বিশ্বে হতে চলা নানা অঘটন নিয়ে অতীতে তিনি বলে গিয়েছেন। যার বেশ কিছু মিলেও গিয়েছে। আর কী কী বাকি রয়েছে? এ বছর আর কোন বড় বিপদের আশঙ্কা রয়েছে? জানুন বিস্তারিত।
বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেছিলেন, এ বছর প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক তিনক্ষেত্রেই ভালো-মন্দ মিলিয়ে কাটবে। তিনি জানিয়েছিলেন, এবছর বিশ্বের বেশ কয়েকটি জায়গায় প্রাকৃতিক বিপর্যয় হবে।
২০২৫ এর শুরুতেই ভূমিকম্প হয়েছিল। এরপর অনেকের মনে আসন্ন আশঙ্কা নিয়ে চিন্তা বেড়েছিল। কয়েকদিন আগে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল। তাতে নিরীহ হিন্দু পর্যটকরা প্রাণ হারিয়েছিল।
সেই সময় ভারত-পাকিস্তান যুদ্ধ হব হব পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীতে সংঘর্ষবিরতি হয়। এই সময়ও সকলের মনে পড়েছিল বাবা ভাঙ্গার বলে যাওয়া কথা। যে এবছর সংঘর্ষ হতে পারে।
এবার আমেদাবাদে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছে। এখনও অবধি যা খবর তাতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মোট ২৪২ জন বিমানে ছিলেন। তাঁদের মধ্যে কমপক্ষে ২০০ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে।
ফলে বাবা ভাঙ্গার বলে যাওয়া প্রাণহানির ঘটনাও এ বছর ঘটছে। এ ছাড়াও রয়েছে মহামারীর মাথাচাড়া দেওয়ার আশঙ্কা। সেই আশঙ্কাও দিন দিন বাড়ছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে ফের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি এ বছর বড় অর্থনৈতিক বদলের সম্ভবনাও রয়েছে দেশে।
এই সবকিছু চিন্তাজনক তথ্যর পাশাপাশি বাবা ভাঙ্গা একটি ভালো ভবিষ্যদ্বাণীও এ বছরের জন্য করেছেন। তা হল, এ বছর চিকিৎসা বিজ্ঞান আরও উন্নত হবে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।