14th June, 2025

কালীঘাটে মায়ের ভোগে এই মাছটাই চাই, সে যতই থাকুক পাঁঠার খুলি

TV9 Bangla

Credit -  Facebook, X

দেবী সতীর ৫১ পীঠের এক পীঠ কালীঘাট। সেখানকার মা দক্ষিণাকালী রূপে পূজিত। দক্ষযজ্ঞের আগুনে সতী আত্মঘাতী হওয়ার পর মহাদেব ক্রোধে উন্মত্ত হয়ে পড়েন।

সেই সময় বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ৫১টি ভাগে ভাগ করেন। তা যেখানে পড়ে সেই জায়গাগুলি ৫১টি সতীপীঠ নামে পরিচিত হয়। কালীঘাটে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল।

কালীঘাট মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। এখানে মা কালীকে ভোগে কী কী দেওয়া হয়, তা জানতে অনেকেই আগ্রহী। এই নিয়ে বিস্তারিত জেনে নিন।

মন্দিরের এক পুরোহিত জানান যে, মা কালী ভোগ খাওয়ার পর গর্ভগৃহ থেকে সেই ভোগ নিয়ে আসা হয়। তিনি জানান, এই মায়ের ভোগে যে ছাগল বলি হয়েছে, তার খুলি রয়েছে। মায়ের পুজো সম্পূর্ণ করার ক্ষেত্রে এটি অপরিহার্য।

ভোগে রয়েছে মাছের মাথা। এ ছাড়া নানা সবজি, শুক্তো, চাটনি, ডাল, পায়েস, ফলমূল, মাছ রয়েছে, ৫ রকমের ভাজা রয়েছে। আর পোলাও আছে। এছাড়া দেওয়া হয় বাসুদেব। অর্থাৎ একদম নিরামিষ ভোগ। যা মাছ-মাংসহীন।

তিনি জানান, এছাড়া রয়েছে কই মাছ। বাজারে পাওয়া টাটকা আঁশযুক্ত মাছ মাকে দেওয়া হয়। আছে কাতলা মাছ ভাজা। আর রয়েছে যে পাঁঠা অর্থাৎ ছাগল বলি হয়েছে, তার মাংস। এ ছাড়া রয়েছে চিংড়ি মাছ ও পার্শে মাছ।

যদি কোনও ভক্ত এই ভোগ খেতে চান, সেই সুযোগও রয়েছে। ১২০-১২৫ দিন করে এক একজন পুরোহিতের পালা থাকে। সাধারণ মানুষ যদি ওই ভোগ খেতে চান, তা হলে পালাদার পুরোহিতের সঙ্গে যোগাযোগ করতে হবে।

সাধারণভাবে বছরভর শনিবার ও মঙ্গলবার কালীঘাট মন্দিরে ভক্তদের ভিড় বেশি থাকে। এছাড়া পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়ায় হালখাতা পুজোর সময় মন্দিরে বেশি ভিড় হয়।