সনাতন ধর্মাবলম্বী বাঙালির কাছে কালী শক্তির দেবী রূপে পূজিত হন। হিন্দু ধর্মে কালী হচ্ছেন দুর্গার বা পার্বতীর অপর ভয়াল রূপ। সময়ের,পরিবর্তনের, শক্তির, সংহারের দেবী তিনি। কৃষ্ণবর্ণা বা মেঘবর্ণা কালী অশুভ শক্তির বিনাশ করেন।
শাক্ত মতে এবং শাক্ত-তান্ত্রিক বিশ্বাস মতে তিনিই পরম ব্রহ্ম। বাঙালি হিন্দু সমাজে দেবী কালীকে মাতৃরূপে পুজো করে। প্রধানত শাক্তরাই কালীপূজা করে থাকেন। তবে জানেন রোজ কালীর পুজো করলে কী হয়?
কালীকে যদি কেউ ভক্তিভরে ডাকেন তাহলে তাঁর মানসিক চাপ ও উদ্বেঘ কমে। জীবনে স্থিরতা-শান্তি আসে।
কালী পুজো আর্থিক সমস্যা সমাধানে সাহায্য় করেন। জীবনে সমৃদ্ধি বয়ে আনে।
শাস্ত্র অনুযায়ী মা কালী তাঁর ভক্তদের সব রকম বিপদ থেকে রক্ষা করেন। কোনও ভক্ত যদি ভক্তি ভরে মা-কে ডাকেন তাহলে বলা হয় তিনি তাঁর মনের কামনা পূর্ণ করেন।
রোজ কালী পুজো করলে জ্ঞানের বিকাশ ঘটে। আত্মবিশ্বাস বৃদ্ধি ও জীবনে এগিয়ে যেতে সাহায্য করে।
তবে কালী পুজো ভক্তিভরে করতে হয়। পুজোর জন্য উপবাস থেকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে সুফল পাওয়া যায়। গভীর রাতে কালীপুজো করা হলে নিয়ম মেনে জেগে থাকার নিয়ম।