প্রত্যেক ব্যক্তির হাতে-পায়ে নখ হওয়া স্বাভাবিক। নখ পরিষ্কার না রাখলে, তা থেকে নানান রোগ হয়। তাই নিয়মিত নখ কাটার সুঅভ্যাস প্রয়োজন।
যখন তখন কিন্তু নখ কাটা আবার ঠিক নয়। বাড়িতে যখনই নেট কাটার হাতে তুলে নেয় কেউ, বাড়ির বড়রা বলতে শুরু করেন কখন নখ কাটার সঠিক সময়।
জ্যোতিষ বিজ্ঞান বলছে, ভুল সময়ে এবং ভুল দিনে নখ কাটলে বাড়িতে অশুভ শক্তির আগমণ হয়। নেতিবাচক শক্তি বাড়ে। পরিবারে টাকার সমস্যা তৈরি হয়।
সত্যিই যখন তখন নখ কাটা ঠিক নয়। আর এর পিছনে রয়েছে জ্যোতিষ বিজ্ঞানের যোগ। জ্যোতিষ শাস্ত্র মতে, সপ্তাহে এমন ৩দিন রয়েছে। যেগুলিতে ভুল করেও নখ কাটা উচিত নয়। সেগুলি কোন দিন?
মঙ্গলবারকে বলা হয় বজরংবলীর দিন। এই দিনে নখ কাটলে সেই ব্যক্তির বীরত্ব ও সাহস কমে। এ ছাড়া ভাই-বোনের সঙ্গে বিরোধ বাড়ে।
গুরু বৃহস্পতিবারের দিন বলা হয় বৃহস্পতিবারকে। এদিন নখ কাটলে পেটের রোগের ঝুঁকি বাড়ে। শিক্ষা-দীক্ষায় ব্যাঘাত ঘটে। জ্ঞান কমে।
শনিবারকে উৎসর্গ করা হয় শনিদেবের জন্য। অনেকের বিশ্বাস এই দিন নখ কাটলে বাড়ির কাজকর্মে ব্যাঘাত হয়। দরিদ্রর প্রবণতা তৈরি হয়।
পণ্ডিতদের মত অনুযায়ী, রাতের বেলা কোনও ব্যক্তির নখ কাটা ঠিক নয়। তা শুভ বলে ধরা হয় না। রাতে লক্ষ্মীদেবী ঘরে প্রবেশ করেন। তাই তখন প্রদীপ, ধূপ জ্বালিয়ে দেবী বরণ করতে হয়।