22 February 2024
নখ একটু বড় হলেই ভেঙে যায়?
credit: istock
TV9 Bangla
গরমকাল হোক কিংবা শীতকালত্বকের যত্ন, চুলের যত্নের মতোই নখের ক্ষেত্রেও যত্ন নেওয়া প্রয়োজন।
অনেকের ক্ষেত্রে নখ দ্রুত ভেঙে যাওয়ার সমস্যা দেখা যায়। কেউ কেউ আবার বড় নখ রাখতে পারেন।
কী কারণে দ্রুত ভেঙে যায় নখ? কোন অসুখের কারণে এমন সমস্যা দেখা দেয়? জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বয়সজনিত কারণ নখ ভেঙে যেতে পারে। কিংবা শুষ্ক ত্বকের কারণেও নখ ভেঙে যাওয়ার সমস্যা দেখা যায়।
তাছাড়াও নজর রাখতে হবে, ত্বকে কোনও সমস্যা দেখা দিয়েছে কি না। একজিমা কিংবা সোরিয়াসিস অসুখের কারণে নখ ভেঙে যায়।
বহু মানুষেরই শরীরে অন্য কোনও রোগ বাসা বেঁধে থাকার কারণে নখ ভেঙে যাওয়ার সমস্যা দেখা যায়।
শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে নখ ভেঙে যেতে পারে। এছাড়া কোনও ধরনের ইনফেকশন থাকলেও এমনটা হয়।
শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিলে নখ ভঙ্গুর হয়ে যায় বলে মত বিশেষজ্ঞদের। ফলে প্রচুর জল খান।
আরও পড়ুন