নখে সব সময় Nail Polish থাকে? শীঘ্রই সাবধান না হলে পড়বেন মহাবিপদে!
TV9 Bangla
Credit - Unsplash
কমবেশি সকল মহিলাদের সাজসজ্জার অন্যতম অংশ নেইল পলিশ। যা নখকে আরও সুন্দর করে রাঙিয়ে তোলে। বিভিন্ন রংয়ের নেইল পলিশ পরে থাকেন মহিলারা।
ঘন ঘন অনেকে নেইল পলিশ লাগান। সেক্ষেত্রে ব্যবহার করেন নেইল রিমুভারও। নিয়মিত নখে বেশি পরিমাণে নেইল পলিশ লাগালে কয়েকটা মারাত্মক রোগ হতে পারে।
আসলে নখ সুন্দর দেখাতে মেয়েরা বেশিরভাগ সময় নেইল পলিশ পরে থাকে। কেউ কেউ সখ পূরণ করতে নিয়মিত নেইল আর্টও করান।
বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন নেইল পলিশ ব্যবহার যে কারও নখের জন্য মারাত্মক ক্ষতিকর। যা অতিরিক্ত ব্যবহার করলে কিডনি, লিভার ও হার্টের সমস্যা হতে পারে।
আসলে নেইল পেইন্টে টলুইন, ডিপ্রোপাইল থ্যালেট, ফরমালডিহাইডের মতো ক্ষতিকর রাসায়নিক রয়েছে। যেগুলো ত্বকে অ্যালার্জি তৈরি করতে পারে।
ঘন ঘন নেইল পলিশ লাগানো হলে নখকে দুর্বল হয়ে যায়। এই সকল রাসায়নিকের কারণে একদিকে নখ যেমন হলুদ হয়ে যায়, তেমনই ক্যানসার ও প্রজননগত সমস্যা তৈরি হয়।
বহু গুরুতর রোগও হতে পারে। নেইল পলিশে থাকা টলুইন যে কারও মাথাব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাবের কারণ। যার ফলে স্নায়ুতন্ত্রের উপর খারাপ প্রভাবও পড়ে।
নেইল পলিশে থাকা ফরমালডিহাইড এক বর্ণহীন গ্যাস। যা থেকে ত্বকে অ্যালার্জি হতে পারে। অন্যদিকে ডিপ্রোপাইল থ্যালেট নখের ক্ষতি তো করেই, সেইসঙ্গে প্রজনন সমস্যাও তৈরি করে।