29th March, 2025
হতে পারে আর্থিক ক্ষতি? বলে দেবে লাল না কালো, তুলসী গাছে কোন পিঁপড়ের বাস?
TV9 Bangla
Credit - Canva, META AI
হিন্দুধর্মে তুলসী গাছকে ভীষণ পবিত্র বলে মনে করা হয়। হিন্দু শাস্ত্র মতে তুলসীর পুজো করা হয়। বেশিরভাগ হিন্দু বাড়িতে তুলসী গাছের পুজোও করা হয়।
হিন্দু ধর্ম মতে, তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। বিষ্ণু ভগবানের অত্যন্ত প্রিয় তুলসী। যে বাড়িতে প্রতিদিন তুলসীর পুজো হয়, সেখানে পজিটিভ ভাইবস থাকে।
যে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায়, সেখানে নেতিবাচক শক্তির ছায়া থাকে। তুলসী গাছে মাঝে মাঝে পিঁপড়ে দেখা যায়। জানেন এটি কীসের লক্ষণ?
জ্যোতিষশাস্ত্র মতে, তুলসী গাছে কালো পিঁপড়ে এলে সেটি অশুভ বলে মনে করা হয়। একইসঙ্গে তুলসী গাছে কালো পিঁপড়ে দেখা যাওয়া আর্থিক সংকটের লক্ষণ।
কোনও বাড়ির তুলসী গাছে কালো পিঁপড়ে দেখা গেলে তাতে শনি ও রাহুর অবস্থান সম্পর্কিত সমস্যা হতে পারে। এর ফলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে।
অন্যদিকে তুলসী গাছে লাল পিঁপড়ে দেখা গেলে ইতিবাচক প্রভাব পড়ে। এমনটা হলে, বাড়িতে অর্থলাভের ইঙ্গিতও মেলে।
তুলসী গাছে যদি পিঁপড়ে মারা যায়, তা হলে সেটিকও অশুভ বলে ধরা হয়। অনেকের বিশ্বাস এমনটা হলে বাড়িতে বড় সমস্যা তৈরি হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন