24th May, 2025

পুজোর মাঝে আচমকা প্রদীপ নিভেছে, এমনটা শুভ না অশুভের ইঙ্গিত?

TV9 Bangla

Credit - Getty Images, Freepik

ঠাকুর পুজোর সময় অনেকে ভক্তিভরে প্রদীপ জ্বালান। আর দেব-দেবীর পুজোর মাঝে আচমকা যদি প্রদীপ নিভে যায়? জানেন তা হলে কী হয়?

আসলে কেউ কেউ বলেন, ঠাকুর পুজোর সময় প্রদীপ নিভে গেলে সেটি অশুভ। এমনটা হলে আসলে কী হয়? এর নেপথ্যে অনেক ব্যক্তির আলাদা আলাদা বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ রয়েছে।

কেউ কেউ মনে করেন, পুজো চলাকালীন হঠাৎ করে প্রদীপ নিভে যাওয়া মানে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তির উপস্থিতির লক্ষণ।

হিন্দুধর্মে বিশ্বাস করা হয় যে, যদি ঠাকুর পুজোর সময় প্রদীপ নিভে যায়, তা হলে সেটি পূর্বপুরুষদের কাছ থেকে একটি বার্তা পাওয়ার ইঙ্গিতও হতে পারে।

মাঝে মাঝে প্রদীপে তেল বা ঘি যদি কমে যায়, তা হলে ঠিকমতো সেটি জ্বলে না। সেটি নিভে যায়। তারপরও কেউ কেউ এটিকে অশুভ বলেই মনে করেন।

কেউ কেউ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে, বিষয়টাকে আবার ভগবানের থেকে পাওয়া বিশেষ বার্তাও বলেন। অনেকের বিশ্বাস, পুজোয় কোনও ভুল হচ্ছে, সেটি জানান দেয় এই অবস্থা।

জ্যোতিষশাস্ত্র আবার বলছে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক যদি না হয়, বিশেষ করে শনি, রাহু বা কেতুর প্রভাব যদি থাকে, তা হলে পুজোর সময় প্রদীপ নিভলে জীবনে কিছু অশুভ ঘটার সম্ভবনা থাকে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।