31 MAY 2025

জ্যোতিষ মতে জামাইকে কী কী উপহার দেওয়া যায়?

credit:Pinterest

TV9 Bangla

জামাইষষ্ঠীতে জামাইকে আপ্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তাঁর জন্য উপহার। তবে যা খুশি কিন্তু দেওয়া যায় না। কী কী উপহার দিতে পারেন? জ্যোতিষশাস্ত্র বলছে...

জামাইকে নির্দ্বিধায় জামাকাপড় উপহার হিসাবে দেওয়া যেতে পারে। তবে কালো বা অন্যান্য কোনও গাঢ় রঙের পোশাক না দেওয়াই ভাল। হালকা রঙের পোশাক জামাইকে উপহার দিতে পারেন।

বহু পুরুষই হাতে রুপোর ব্রেসলেট বা বালা পরতে ভালবাসেন। শাস্ত্রমতে, রুপোর জিনিস উপহার দেওয়া অত্যন্ত শুভ।

ল্যাপটপ নেওয়ার ব্যাগ বা অফিসের ব্যাগ উপহার দেওয়া যেতে পারে। কিন্তু মানিব্যাগ উপহার দেওয়া যাবে না। একান্তই যদি মানিব্যাগই উপহার দিতে হয়, তা হলে তাতে কিছু টাকা ভরে দেবেন।

প্রতি বছর পোশাক দিতে দিতে যদি হাঁপিয়ে যান, আর নতুন কিছু দিতে মন চাইলে বৈদ্যুতিন যন্ত্র উপহার দিতে পারেন। যে কোনও বৈদ্যুতিন যন্ত্রই উপহার হিসাবে দেওয়া যেতে পারে।

আজকাল গাছ দিয়ে ঘর সাজানোর চল খুব হয়েছে। আপনার জামাই যদি শৌখিন মানুষ হন এবং চোখের সামনে সবুজের ছোঁয়া রাখতে ভালবাসেন তা হলে ঘর সাজানোর গাছ উপহার দিতে পারেন।

ঘর সাজানোর জিনিস, যেমন বুদ্ধমূর্তি, স্ফটিকের কচ্ছপ, লাফিং বুদ্ধ, কোনও ঠাকুরের ছবি বা মূর্তি উপহার হিসাবে দিতে পারেন।

জামাই যদি খাদ্যরসিক হন, তা হলে তাঁকে চকোলেট এবং ড্রাই ফ্রুটস উপহার হিসাবে দিতেই পারেন।