ঘর সাজানোর জন্য 'ওয়েলকাম' লেখা পাপোশ সদর দরজায় রেখেছেন। আবার যে ঘরে আপনি ঘুমোন সেখানেও নিশ্চয়ই পাপোশ রাখা আছে?
বাড়ির বাথরুমের সামনে তো পাপোশ থাকা অবধারিত। কেউ আবার রান্না ঘরেও পাপোশ রাখেন। তবে জানেন বারেবারে পাপোশে পা মুছলে কী হয়?
বাইরে থেকে এসেই নোংরা পা পাপোশে মুছলে ধুলোবালি এবং জীবাণু পাপোশে জমা হতে শুরু করে। রোজ-রোজ সেই একই কাজ করলে বাড়িতে থাকা মানুষজনদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে।
পাপোশ যদি নিয়মিত পরিষ্কার করা না হয়, তাহলে সেটি স্বাস্থ্যকর নাও হতে পারে। এর ভিতরে থাকা জীবাণু ঘরে প্রবেশ করতে পারে।
বারেবারে পাপোশে পা মুছলে সেখানে থাকা ফাইবার দুর্বল হয়ে যেতে পারে এবং এটি দ্রুত ছিঁড়ে যেতে পারে।
অনেকেরই ভিজে পা পাপোশে বারেবারে পাপোশে মোছার স্বভাব আছে। তাই যদি পাপোশ ভিজে থাকে তাহলে তা পিছল হতে পারে। তখন পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, পাপোশ দরজার বাইরে রাখা উচিত। তাতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। ঘরের শান্তি বজায় থাকে।
শুধু বাস্তুই নয়, বারেবারে পা মুছলে পায়ের চামড়ায় ঘষা লেগে জ্বালা করতে পারে। পায়ের তলায় চুলকানি-ঘা বা যদি কেটে যায় সেই সময় পা মুছলে আরও সমস্যা হতে পারে।