21st June, 2025
জোড়া কলা খেলেই মহাবিপদ! আসল সত্যিটা অনেকেই জানেন না
TV9 Bangla
Credit - Pinterest
প্রতিটি মানুষের দৈনন্দিন কাজের সঙ্গে শুভ ও অশুভ যোগ রয়েছে। সমাজের বিভিন্ন প্রান্তে অনেক কিছু বিশ্বাস-অবিশ্বাসের সঙ্গে জড়িয়ে।
অনেকের বিশ্বাস জোড়া কলা খাওয়া মোটেও উচিত নয়। বিশেষ করে কোনও মহিলাদের ক্ষেত্রে জোড়া খাওয়া একেবারেই শুভ নয়।
বলা হয়, কোনও মহিলা জোড়া কলা খেলে তার যমজ সন্তান হয়। অনেক সময় যে কারণে গর্ভবতী মহিলাদের জোড়া কলা খেতে নিষেধ করেন বাড়ির বড়রা।
বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর... সেই আঙ্গিক থেকেই এই বিষয়টি উঠে এসেছে। অনেকেই বলেন, জোড়া কলা খেলে যে অশুভ হয়, এটি একটি কুসংস্কার।
পুরো বিষয়টির সঙ্গে কোনও বৈজ্ঞানিক যোগ নেই। বিজ্ঞান বলছে কলা পুষ্টিকর একটি ফল। এতে ক্যালসিয়াম রয়েছে। কলা খেলে হাড় শক্তিশালী হয়।
যে কোনও অনুষ্ঠানের ক্ষেত্রে কলাকে অত্যন্ত শুভ বলা হয়। জোড়া কলাকেও বরাবর শুভ বলে মনে করা হয়। বিভিন্ন অনুষ্ঠানে কলা ব্যবহারের রীতি রয়েছে।
নানা দেব দেবীকে নৈবেদ্যতে প্রায়শই কলা দেওয়া হয়। ফলে কলা ফলটি যে অশুভ, এমন কোনও ব্যাখ্যা আজ অবধি কোথাও নেই।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক তথ্য থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।