25th December, 2024
খেয়ে ফেলেছেন Expiry Date পেরোনো ওষুধ? জানেন শরীরে কী হবে?
Credit - Getty Images
TV9 Bangla
বর্তমানে প্রায়শই অনেকে অ্যাসিডিটি, গা-হাত-পা ব্যথা, মাথাব্যথার মতো সমস্যার চিকিৎসকের পরামর্শ না নিয়েই ওষুধ খান।
শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে ওষুধ খাওয়া একেবারেই উচিত নয়। অনেকে ভুল করে মেয়াদ উত্তীর্ন ওষুধ খেয়ে নেন।
যদি কোনও ব্যক্তি শরীর খারাপের সময় মেয়াদ ফুরিয়ে যাওয়া ওষুধ খান, তা হলে তাঁর শরীরের নানা ক্ষতি হয়। জানেন সেগুলি কী?
এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন লখনউয়ের ডক্টর রাম মনোহর লোহিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের অধ্যাপক ডাক্তার সঞ্জিত কুমার সিং।
যদি কোনও ব্যক্তি মেয়াদ ফুরিয়ে যাওয়া ওষুধ খান, তা হলে তাঁর হজমের সমস্যা, বমি, অ্যালার্জি, মাথা ব্যথা ও অ্যাসিডিটি হতে পারে।
কখনও মেয়াদ ফুরিয়ে যাওয়া ওষুধ খাওয়া ঠিক নয়। মেয়াদ উত্তীর্ন ওষুধ খেলে শরীর আরও বেশি খারাপ হয়। ওষুধে মেয়াদ উল্লেখ থাকে নিরাপত্তার জন্যই।
যদি কোনও ব্যক্তি ভুল করে মেয়াদ উত্তীর্ন ওষুধ খেয়ে ফেলেন, তা হলে সেটি বুঝতে পেরে গেলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বাড়ির ফার্স্ট এইড বক্সে থাকা ওষুধ কখনও তারিখ না দেখে খাবেন না। দোকান থেকে ওষুধ কেনার সময়ও ভালো ভাবে এক্সপায়ারি ডেট দেখে নিতে হবে।
আরও পড়ুন