মন অস্থির, অনিদ্রা গ্রাস করেছে? পূর্ণিমায় এই এক কাজে কেল্লাফতে
TV9 Bangla
Credit - Freepik
হিন্দুধর্মে পূর্ণিমার রাতে চাঁদকে অর্ঘ্য অর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এটি শুভ কাজ বলেও বিবেচিত হয়।
পূর্ণিমার রাতে চাঁদ পূর্ণ মহিমায় থাকে। উজ্জ্বল অবস্থায় থাকে। তেমন দিনে চাঁদ অত্যন্ত জ্বলজ্বল করে। পূর্ণিমার রাতে চাঁদকে অর্ঘ্য নিবেদন করলে মন শান্ত হয়।
অনেকের বিশ্বাস পূর্ণিমার দিন চাঁদকে অর্ঘ্য দিলে মানসিক চাপ, অস্থিরতা ও উদ্বেগ কমে। এটি আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মানসিক স্থিতিশীলতা আনে।
যে সকল ব্যক্তিদের ঘুম ভালো হয় না, অস্থির লাগে মন, তাঁরা পূর্ণিমার দিন অর্ঘ্য নিবেদন করলে এই সকল সমস্যা থেকে মুক্তি পান। সেই ব্যক্তিদের স্বাস্থ্যও ভালো হয়।
যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে চাঁদ দুর্বল অবস্থানে থাকে অথবা চন্দ্র দোষ থাকে, তা হলে পূর্ণিমার দিন চাঁদকে অর্ঘ্য প্রদান করলে সেই দোষ দূর হয়।
জীবনে নেতিবাচক প্রভাব কমে যায়। চাঁদকে ধন-সম্পদের দেবী লক্ষ্মীর সঙ্গেও যুক্ত করা হয়। পূর্ণিমা তিথিতে চাঁদের পুজো ও অর্ঘ্য নিবেদন করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। এর ফলে সেই বাড়ির আর্থিক সমস্যা দূর হয়।
পূর্ণিমার চাঁদ দেখলে এবং অর্ঘ্য নিবেদন করলে মহিলাদের জীবনে সুখ আসে। স্বামীর দীর্ঘায়ু হয় ও সৌভাগ্য বৃদ্ধি পায়।
জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিনে শ্রী বিষ্ণু, মা লক্ষ্মী এবং চন্দ্র দেবের পূজা করলে সমৃদ্ধি ও সৌভাগ্যের আশীর্বাদ পাওয়া যায়।
বিশ্বাস করা হয়, পূর্ণিমার দিনে চাঁদকে দুধ ও চিনি মিশিয়ে চালের অর্ঘ্য দিলে আর্থিক সমস্যা দূর হয়। বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।