20th January, 2025
রাস্তায় পড়ে থাকা লেবু-লঙ্কায় পড়েছে পা, জানেন এটি শুভ না অশুভ?
Credit - Getty Images, Pixabay
TV9 Bangla
রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিভিন্ন জিনিস অনেকে পড়ে থাকতে দেখেন। শাস্ত্র অনুযায়ী রাস্তায় পড়ে থাকা বেশ কিছু জিনিস স্পর্শ করতে নেই।
আরও ভালো করে বললে, শাস্ত্র মতে রাস্তায় পড়ে থাকা নানা জিনিস ডিঙিয়ে যেতে নেই। তা হলে সঙ্গী হয় দুর্ভাগ্য।
অনেকে দোকান, গাড়ি, অফিসের মূল দরজায় লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখেন। বলা হয় কু-নজর, অশুভ শক্তিকে দূরে রাখার জন্য এটা করা হয়।
এ বার যখন সেই লেবু-লঙ্কা শুকিয়ে যায়, সেটি রাস্তায় ফেলে দেন অনেকে। জ্যোতিষশাস্ত্র মতে এই জিনিসটি একেবারেই পা দেওয়া ঠিক নয়।
অনেকের মতে, শুকনো লেবু-লঙ্কাতে অশুভ শক্তির বাস। ফলে যে ব্যক্তি সেটি রাস্তায় ডিঙিয়ে যান, সেই ব্যক্তির পিছু নেয় অশুভ শক্তি।
শাস্ত্রমতে তাই রাস্তায় যখন দেখবেন লেবু-লঙ্কা পড়ে রয়েছে সেটি না ডিঙিয়ে পাশ দিয়ে চলে যাওয়াই শ্রেয়। তা হলে সেটি থেকে কোনও সমস্যা আসে না।
বিড়াল রাস্তা কাটলে যেমন অনেকে পেরোন না, তেমনই লেবু-লঙ্কা রাস্তায় পড়ে থাকলেও অনেকে সেটি পা দিয়ে মাড়িয়ে যান না।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস, শাস্ত্র সংক্রান্ত থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন