18th January, 2025
বাড়ির দরজায় তুলসীর শিকড় বাঁধলে জীবনে হবে এই চমৎকার...
Credit - Getty Images, Pixabay
TV9 Bangla
তুলসী গাছকে পরিবারে সুখ, সমৃদ্ধি ও আর্থিক স্বচ্ছলতার প্রতীক বলে ধরা হয়। সেই সঙ্গে ধর্মীয় যোগও রয়েছে। তুলসী গাছ খুব পবিত্র মনে করা হয়।
তেমনই তুলসী গাছের মূলকেও শুভ বলে মনে করা হয়। বাড়ির মূল দরজার সামনে অনেকে তুলসী গাছের শিকড় বেঁধে রাখেন। জানেন এটা করলে কী হয়?
তুলসী গাছের মূলের নানা প্রতিকার রয়েছে। তার মধ্যে অন্যতম হল, তুলসী গাছের মূল ব্যবহার করলে আর্থিক সীমাবদ্ধতা থেকে মুক্তি মিলতে পারে।
বাস্তুশাস্ত্র মতে, বাড়ির মূল দরজায় তুলসী গাছের মূল বেঁধে দিলে পজিটিভ এনার্জি বাড়ে। বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না।
কোনও ব্যক্তি বাড়ির মূল দরজায় তুলসীর শিকড় বেঁধে দিলে, তাঁর পরিবারে কু-নজর পড়ে না। সুখ বজায় থাকে। পরিবারের সদস্যরা সাফল্য পান।
অনেকের বাড়িতে বাস্তুদোষ থাকে। এক্ষেত্রেও তুলসীর মূল খুবই কার্যকর। যদি কোনও ব্যক্তি বাড়ির মূল দরজার কাছে তুলসী মূল বেঁধে দেন, তা হলে বাস্তুদোষ কাটে।
বাড়ির মূল দরজায় তুলসীর শিকড় বেঁধে দিলে দেবী লক্ষ্মীর বাস হয়। সেই বাড়িতে থাকা ব্যক্তির ভাগ্যের চাকা ঘোরে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র সংক্রান্ত বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন