5th February,  2025

তুলসী গাছে বাঁধুন এই রঙের সুতো, ভাগ্যের চাকা ঘুরবে দ্রুত

TV9 Bangla

হিন্দু ধর্ম মতে তুলসী গাছকে অনেকে ভীষণ পবিত্র বলে মনে করেন। অনেকে তুলসীকে দেবীর মতোই পুজো করেন। অনেকের বিশ্বাস তুলসী দেবীকে সন্তুষ্ট করলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

ধর্মীয় বিশ্বাস থেকে অনেকে বাড়িতে থাকা তুলসী গাছে হলুদ সুতো বাঁধে। তুলসী গাছে হলুদ রঙের সুতো বাঁধলে কী হয় জানেন?

আসলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তুলসী গাছে হলুদ সুতো বাঁধলে সেই বাড়িতে সুখ, সমৃদ্ধির পাশাপাশি সম্পদও বাড়ে।

 এও বিশ্বাস করা হয় যে তুলসী গাছে হলুদ সুতো বাঁধলে লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন। অনেকে বলেন তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। এবং তাঁর কৃপায় সেই ব্যক্তি ধন, সম্পদ ও সমৃদ্ধির অধিকারী হন।

 মানুষের মনে এমন বিশ্বাসও রয়েছে যে, তুলসী গাছে হলুদ সুতো বাঁধলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। কেরিয়ার ও ব্যবসায় উন্নতি হয়। আর্থিক অবস্থা শক্তিশালী হয়।

কেমন করে তুলসী গাছে হলুদ সুতো বাঁধতে হয়? শুক্রবার নিজের নামের সমান এক পরিষ্কার হলুদ সুতো নিতে হবে। সেখানে ১০৮টি গিট দিতে হবে। মনস্কামনা বলতে হবে এবং তুলসী গাছে সেই হলুদ সুতো বাঁধতে হবে।

 সেই সুতো বাঁধার সময় তিন বার তুলসী গাছের পরিক্রমা করতে হবে। কখন খুলবেন ওই হলুদ সুতো? যখন মনস্কামনা পূরণ হয়ে যাবে, এরপর নদীর জলে সেই হলুদ সুতো ভাসিয়ে দিতে হয়।  

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।