23 June, 2025

 মাঝপথে রথ থেমে গেলে কী হয় জানেন?

TV9 Bangla 

Credit - PTI

২৭ জুন রথযাত্রা। মাসির বাড়ি যাবে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী।

 শুধু পুরীর জগন্নাথ মন্দিরেই নয়, দেশের বিভিন্ন প্রান্তেই ধুমধাম করে রথযাত্রা পালিত হয়।

শুধু রথের দড়িতে টান দিলেই হল না। রথের একাধিক নিয়মও আছে, যা পালন না করলেই নেমে আসে বিপর্যয়।

ধর্মীয় বিশ্বাস, যারা রথের দড়ি টানেন, তাদের দুর্ভাগ্য শেষ হয়। মুক্তির পথ খুলে যায়। এই জন্য সৌভাগ্যের রশি বলা হয়।

যদি কোনও বিশেষ কারণে বা রাত হয়ে যাওয়ায় মাঝ রাস্তায় রথ থামিয়ে দেওয়া হয়, তাহলে কী হয় জানেন?

শাস্ত্র বলছে, যদি কোনও বিশেষ কারণে রথযাত্রা থামিয়ে দিতে হয়, তাহলে কোনও পাপ হয় না।  

জগন্নাথ দেব মানেন যে ভক্তি হৃদয় থেকে আসে। যদি কেউ মন থেকে রথযাত্রা করতে চান কিন্তু কোনও কারণে তা থামিয়ে দিতে হয়, তবে কোনও পাপ হয় না।

বাড়িতেও জগন্নাথের মূর্তি রাখা যায়। পুজোর জন্য শুধু চন্দন ও ফুল দিলেই হয়। তবে অপরিচ্ছন্ন হাতে কখনও দেবমূর্তি স্পর্শ করতে নেই।