বিপত্তারিণী পুজোর তাগা হাত থেকে খুলে গেলে কী হয়? কী করা উচিত তখন?
Credits:, TV9
TV9 Bangla
বিপত্তারিণী পুজো মূলত বাংলার বিশেষ আঞ্চলিক দেবী পূজা, যেখানে মা বিপত্তারিণীকে স্মরণ করা হয় জীবনের বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। পুজোর শেষে এক টুকরো লাল বা হলুদ সুতো (তাগা) বাঁধা হয়, যা মা বিপত্তারিণীর আশীর্বাদ হিসেবে বিবেচিত।
এই তাগার পেছনে রয়েছে একগুচ্ছ ধর্মীয় বিশ্বাস ও মানসিক নিরাপত্তার অনুভূতি। পুজোর সময় মন্ত্রপূত করে মা বিপত্তারিণীর কাছে নিবেদিত করে তাগা দেওয়া হয়।
বিশ্বাস তাগাটি শরীরে থাকলে মা রক্ষা সব বিপদ থেকে করবেন — যেমন শারীরিক অসুখ, পারিবারিক সমস্যা, দুর্ঘটনা, বা মানসিক বিপর্যয় ইত্যাদি। তাগা খুলে ফেললে কী হয়?
ধর্মীয় ও লোকবিশ্বাস অনুসারে, এই তাগা হঠাৎ বা ইচ্ছাকৃতভাবে খুলে ফেললে নাকি মা বিপত্তারিণীর কৃপা কমে যেতে পারে। এটি অপবিত্র হয়ে পড়তে পারে বা রক্ষাকবচের ক্ষমতা হারিয়ে ফেলতে পারে।
বিশ্বাস, তাগা ভেঙে গেলে বা হারিয়ে গেলে সেটি অশুভ ইঙ্গিত হতে পারে। যদিও পন্ডিতরা জানান সব সময় বিষয়টি ভয়ের নয়।
যদি তাগা স্বাভাবিকভাবে পড়ে যায়, তাহলে বলা হয় মা নিজেই আপনাকে মুক্তি দিয়েছেন। তখন আবার নতুন করে তাগা বাঁধা যায় বা পবিত্রভাবে তা নদীতে বা পুজোস্থানে নিবেদন করে দিতে পারেন।
তাগা যদি খুলেও যায়, ভয় পাবেন না। মনে রাখবেন — আসল শক্তি আপনার বিশ্বাস ও সত্কর্মে। চাইলে নতুন করে মা বিপত্তারিণীর উদ্দেশ্যে প্রার্থনা করে আবার তাগা বাঁধতে পারেন।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।