31 MAY 2025

রান্নাঘর অপরিষ্কার থাকলে কী হয় জানেন?

credit:TV9

TV9 Bangla

জ্যোতিষ শাস্ত্র মত্রে রান্নাঘর, শুধু খাবার তৈরির জায়গা নয়। একটি পরিবারের স্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই এটি নোংরা থাকলে তার প্রভাব পড়ে আমাদের জীবনেও। কী হয়, কী বলছে বাস্তুশাস্ত্র?

বাস্তুশাস্ত্র অনুযায়ী, রান্নাঘর হল অগ্নিতত্ত্বের স্থান। যদি সেখানে ময়লা, অজস্র ব্যবহৃত বাসন, তেল-মসলা ছড়ানো অবস্থায় থাকে, তাহলে তা অশুভ শক্তিকে আকৃষ্ট করে। এর ফলে ঘরে কলহ, মানসিক চাপ ও অর্থকষ্ট দেখা দিতে পারে।

নোংরা রান্নাঘরে রোগ-জীবাণু সহজেই বাসা বাঁধে। বাস্তু মতে, রান্নাঘরের পরিচ্ছন্নতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক শান্তির সঙ্গে যুক্ত। একটি বিশৃঙ্খল রান্নাঘর দেহে ক্লান্তি ও মনোবেদনার জন্ম দেয়।

বাস্তুশাস্ত্র বলে, প্রতিটি ঘরের একটি শক্তি কেন্দ্র থাকে। রান্নাঘর যদি অপরিষ্কার থাকে, তাহলে পুরো বাড়ির শক্তি ভারসাম্য বিঘ্নিত হয়, যার ফলে সদস্যদের মধ্যে নেতিবাচক মনোভাব, বিরক্তি ও বিতণ্ডা বাড়ে।

রান্নাঘর অগোছালো থাকলে প্রয়োজনীয় জিনিস খুঁজে পাওয়া কঠিন হয়। অনেক সময় খাবার নষ্ট হয়, জিনিসপত্র অপচয় হয়। বাস্তুশাস্ত্র মতে, অপচয় বাড়লে মা লক্ষ্মীর কৃপা সরে যায়, যা আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, রান্নার সময় মানসিক অবস্থা খাদ্যের মধ্যে প্রভাব ফেলে। নোংরা ও অগোছালো পরিবেশে রান্না করলে সেই খাবারে নেতিবাচক শক্তি প্রবেশ করে, যা পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা বা বিরোধ সৃষ্টি করতে পারে।

পরিষ্কার ও সুশৃঙ্খল রান্নাঘর শুধু স্বাস্থ্যকর নয়, এটি বাস্তুতত্ত্ব অনুসারে একটি পবিত্র স্থান, যা ঘরের সুখ, শান্তি ও সমৃদ্ধির উৎস। তাই রান্নাঘর সবসময় পরিষ্কার রাখা উচিত — শরীর, মন এবং ভাগ্য ভালো রাখার জন্য।