কথায় বলে, ভোলেনাথের শহর কাশী। তিনি না চাইলে এখানে কেউ আসতে পারেন না, আবার তাঁর ডাক এলে শত বাঁধা বিপত্তি পেরিয়েও আপনি কাশীতে পৌছে যাবেন।
কাশীতেই আছে মহাদেবের ১২ তম জ্যোর্তিলিঙ্গ বাবা বিশ্বনাথের মন্দির। মোক্ষ লাভের আশাতেও অনেকে ছুটে যান এখানে। এত পবিত্র হওয়া সত্ত্বেও কাশী থেকে গঙ্গার জল আনতে নিষেধ করা হয় কেন, জানেন?
হিন্দু ধর্ম মতে গঙ্গা পবিত্র নদী। গঙ্গায় স্নান করলে সব পাপ ধুয়ে মুছে যায়। পুজোতে বা শুভ কাজে গঙ্গা জল লাগে। তাই অনেকেই কেদার, বেনারস গিয়েও গঙ্গার জল নিয়ে আসেন।
কাশী ঘুরতে গিয়ে কেউ সেখান থেকে গঙ্গা জল আনেন না। জানেন কেন নিষেধ করা হয়? কাশীকে মোক্ষের শহর বলে মনে করা হয়। এখানে গঙ্গাতেও অনেক প্রাণীর বাস।
বিশ্বাস সেই সব জীবের মোক্ষ লাভের অধিকার রয়েছে। যদি কাশী থেকে গঙ্গা জল নিয়ে যান, তাহলে অজান্তে সেই সব জীব আপনার সঙ্গে চলে যায়। ফলে তাঁদের মুক্তির পথে বাঁধা তৈরি হয়।
কাশীতে গঙ্গার পরে ক্রমাগত শেষকৃত্য চলতে থাকে। সেই সব ভস্মের অংশ মিশে যায় গঙ্গার জলে। আপনি সেই জল বাড়িতে নিয়ে গেলে ভস্মের অংশ আপনার সঙ্গে বাড়িতে চলে যায়।
মৃত আত্মার চিহ্ন বাড়িতে নিয়ে আসলে তার কারণে জীবনে নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে। কু-প্রভাব পড়তে পারে। কাশীতে অঘোরি শক্তি খুব সজীব বলে মনে করা হয়।
অঘোরিদের ফাঁদে পড়তে না চাইলে কাশী থেকে গঙ্গার জল না নিয়ে যাওয়াই ভাল। বিশ্বাস পবিত্র কিছু যেমন শিবলিঙ্গ বা রুদ্রাক্ষ নিয়ে আসতে পারেন। গঙ্গার জল বা মাটি না আনাই ভাল।