ঘরোয়া রূপচর্চার অন্যতম চিরকালীন উপাদান গোলাপ জল। অনেকেই রোজ রাতে মুখ ধোয়ার সময় গোলাপ জল ব্যবহার করেন। কিন্তু এতে ত্বকে কী হয় জানেন?
গোলাপ জল
গোলাপ জল প্রাকৃতিক কুল্যান্ট হিসেবে কাজ করে। রোজ রাতে এটি দিয়ে মুখ ধুলে সারাদিনের ধুলোময়লা-রোদে পুড়ে যাওয়া ত্বকে আরাম মেলে এবং জ্বালা-পোড়া কমে।
ত্বক ঠান্ডা হয়
গোলাপ জল ত্বকের স্বাভাবিক অম্ল-ক্ষার ভারসাম্য বজায় রাখে। এটি নিয়মিত ব্যবহারে অতিরিক্ত তৈলাক্ত ভাব বা শুষ্কতাও নিয়ন্ত্রণে আসে।
মুখের pH ব্যালান্স ঠিক রাখে
গোলাপ জলে রয়েছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। নিয়মিত রাতে এটি ব্যবহার করলে ব্রণ, র্যাশ বা অ্যালার্জির সমস্যা অনেকটাই কমে যায়।
ব্রণ-র্যাশ কমায়
কটন প্যাডে গোলাপ জল লাগিয়ে চোখের উপর কিছুক্ষণ রাখলে ক্লান্তি দূর হয় ও ডার্ক সার্কেল ধীরে ধীরে হালকা হয়।
চোখের নিচের কালি হালকা হয়
রোজ রাতে গোলাপ জল মুখে লাগালে ত্বকের রক্ত সঞ্চালন ভালো হয় এবং ধীরে ধীরে একপ্রকার উজ্জ্বলতা তৈরি হয়। নিস্তেজ ত্বকও প্রাণবন্ত দেখায়।
ত্বকে জেল্লা আনে
অনেক সময় মুখ ধোয়ার পরও কিছু মেকআপ বা ধুলো থেকে যায়। গোলাপ জল সেই ময়লা তুলে নিয়ে ত্বককে গভীরভাবে পরিষ্কার রাখে।
মেকআপের অবশেষ পরিষ্কার করে
রাতে মুখ ধোয়ার পর কটন প্যাডে গোলাপ জল নিয়ে পুরো মুখে মুছে নিন। চাইলে তাতে কয়েক ফোঁটা গ্লিসারিন বা অ্যালোভেরা জেল মিশিয়ে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারেন।