03 JUL 2025

তুলসীর মালা গলায় পরলে কী হয়?

credits: Cavan Images/Getty Images

TV9 Bangla

তুলসী গাছের গুণাগুন নিয়ে আলাদা করে বলার কিছু নেই। হিন্দুধর্মে কিছু কিছু ঔষধি গাছকে আলাদা মর্যাদা দেওয়া হয়েছে। এমনই একটি গাছ হল তুলসী।  তুলসী কথার অর্থ হল যার তুলনা নেই।

বলা হয় তুলসীর মালা পরলে মানসিক চাপ ও উদ্বেগ কমে। এটি মনকে শান্ত করে। নেতিবাচক শক্তি দূর করে।

আয়ুর্বেদ অনুযায়ী, তুলসী কাঠ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। শরীরের বিভিন্ন সমস্যা সমাধানে সাহাস্য করে।

এটি ভক্তি ও আধ্যাত্মিক উন্নতিতে সাহাস্য করে। বলা এই মালা পরলে ভগবান বিষ্ণু ও কৃষ্ণের প্রতি ভক্তি ও সংযোগ বৃদ্ধি করে।

বাস্তুশাস্ত্র মতে তুলসীর মালা জীবনে শুভকামনা ও সমৃদ্ধি বয়ে আনে।

তুলসী গাছের নিজস্ব ঔষধি গুণ রয়েছে। তুলসী পাতা তো বটেই একই সঙ্গে এর কাণ্ড-মঞ্জরীতে ঔষধী গুণ রয়েছে, যা রোগ প্রতিরোধে সাহায্য করে।

তবে তুলসী মালা পরার নিয়ম রয়েছে। যাঁরা একবার তুলসীর মালা পরেন, তাঁদের সাত্ত্বিক খাদ্য খেতে হয়। মাংস এবং মদ একবারেই স্পর্শ করা যায় না। তুলসী কাঠের মালা পরার পরে রসুন এবং পিঁয়াজ খাওয়া উচিত নয়।

তুলসীর মালা একবার পরার পর বারবার খুলে ফেলা উচিত নয়। সেই সঙ্গে এই মালা পরার আগে গঙ্গাজল দিয়ে ধুয়ে নিন। তারপর শুকিয়ে গেলে পরুন।