8th April, 2025

মানি প্ল্যান্ট তাজা রাখতে জলের সঙ্গে মেশান এই জিনিস, তা হলেই...

TV9 Bangla

Credit - Pinterest, Getty Image

হিন্দু ধর্ম অনুযায়ী, ঘরে সুখ ও শান্তি আনার জন্য অনেকে মানি প্ল্যান্ট নিয়ে আসেন। কেউ কেউ এটি মাটিযুক্ত টবে রাখেন। আবার কেউ কেউ তা জলেও রাখেন।

 বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে সঠিক জায়গায় মানি প্ল্যান্ট রাখলে একটুও নেগেটিভ এনার্জি সেই বাড়ির সদস্যদের ধারেকাছে ঘেঁষতে পারে না।

যে বাড়িতে সতেজ মানি প্ল্যান্ট থাকে, সেই বাড়ির সদস্যদের জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। চাকরি ও ব্যবসায় লাভ হয়। কখনও আর্থিক সমস্যার মুখে পড়তে হয় না।

বাস্তুশাস্ত্র মতে, মানি প্ল্যান্ট কুবের ও বুধ গ্রহের সঙ্গে যুক্ত। তাই এটি বাড়িতে রাখলে সুখ ও সমৃদ্ধির আগমন হয়। সকলেই মানি প্ল্যান্টে জল দেন। তাতে একটি জিনিস মেলালে হয় ম্যাজিক।

আসলে বাস্তুশাস্ত্র মতে মানি প্ল্যান্টে দুধ ঢালাকে শুভ বলে মনে করা হয়। কারণ অনেকেই মনে করেন মানি প্ল্যান্টে লক্ষ্মীদেবীর বাস।

লক্ষ্মীদেবী দুধ পছন্দ করেন। তাই অনেকের বিশ্বাস মানি প্ল্যান্টে দুধ ঢাললে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। এবং বাড়ির সদস্যদের আশীর্বাদ করেন।

 বাস্তুশাস্ত্র অনুযায়ী, মানি প্ল্যান্টে দুধ ঢালা হলে তা দ্রুত বাড়তে থাকে। জলের সঙ্গে কয়েক ফোঁটা কাঁচা দুধ দিতে হবে। তাতে গাছ তাড়াতাড়ি বড় হয়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।