নখ দিয়ে মাখা চুলকান? অজান্তেই নিজের বড় ক্ষতি ডেকে আনছেন...
TV9 Bangla
Credit - Getty Images, Pinterest
কথায় বলে কোনও কিছুই বেশি নয় ভালো। এ কথা বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি। অনেকে নখ দিয়ে মাথা চুলকান। তাতে সাময়িকভাবে আরাম মেলে।
দীর্ঘসময় যদি কেউ নখ দিয়ে মাথা চুলকান, তা হলে বেশকিছু ক্ষতিকর প্রভাব পড়তে পারে। বিশেষ করে যদি কেউ অভ্যাসগত বা জোরে মাথা চুলকান।
চলুন জেনে নেওয়া যাক নখ দিয়ে মাথা চুলকালে কী কী ক্ষতি হতে পারে। প্রথমেই যেটা বলতে হয় যে, চামড়ায় ক্ষত বা আঁচড় হতে পারে। মাথার স্ক্যাল্পে আঁচড় পড়লে সংক্রমণের আশঙ্কা থাকে।
ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। কারণ নখে ময়লা বা জীবাণু থাকে। তা থেকে খুশকি, স্ক্যাল্প ইনফেকশন বা ফোঁড়াও হতে পারে।
চুলের গোড়া মারাত্মক ক্ষতি হয়। আসলে নখের চাপ বা টান চুলের গোড়া দুর্বল করে দেয়। যার ফলে বেশি পরিমাণে চুল পড়ে শুরু হয়।
যদি কারও খুশকি থাকে, আর সে নখ দিয়ে মাথা চুলকান, তাহলে তার খুশকি আরও বাড়তে পারে। বেশি চুলকানোর ফলে ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশি খুশকি হতে থাকে।
অনেক সময় বেশি নখ দিয়ে মাথা চুলকালে জ্বালা বা চুলকানি বেড়ে যেতে পারে। বেশি চুলকালে মাথার স্ক্যাল্পে রক্তপাতও হতে পারে। তা পরিস্থিতি আরও খারাপ করে।
একান্তই কোনও অন্য উপায় না পেলে আঙুলের ডগা দিয়ে হালকা করে মাথা চুলকাতে পারেন। নখ ব্যবহার চলবে না। মাথায় যদি নিয়মিত চুলকানি হয়, তাহলে মাইল্ড অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে পারেন।