মহিলা ও পুরুষ নির্বিশেষে শরীরের নানা অংশে অবাঞ্জিত লোম থাকে। অনেক মহিলা শরীরের অবাঞ্জিত লোম তুলে ফেলেন। তারপর সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করেন।
অনেকেই জানেন না যে, শরীরের বিভিন্ন অংশে লোম থাকা ভালো। তা থেকে সেই ব্যক্তির ভাগ্য সম্পর্কে ধারনা পাওয়া যায়।
প্রচুর ছেলেমেয়ের কানে চুল গজায়। এর ফলে অনেকেই নানা সময় অস্বস্তিতে পড়ে থাকেন। জ্যোতিষশাস্ত্র মতে, কোনও ব্যক্তির কানে চুল থাকা খুবই শুভ।
জ্যোতিষশাস্ত্র বলছে, যে সকল ব্যক্তিদের কানে চুল গজায়, তাঁরা অর্থবান হন। কানে চুল গজানো ব্যক্তিরা বিলাসবহুল জীবনযাপন করে থাকেন।
যে সকল ব্যক্তিদের কানে চুল রয়েছে, তাঁরা বরাবর ঈশ্বরের আশীর্বাদ পান, তাঁরা প্রতিভাবানও হন। এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র।
বেশিরভাব ব্যক্তি, যাঁদের কানে চুল গজায়, তাঁরা তা রাখেন না। কেটে ফেলেন। কারণ, কানে চুল থাকলে অনেকের সামনে সেই ব্যক্তি হাসির পাত্র হয়ে ওঠেন।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
কানে চুল গজানোর কারণ কী? বৈজ্ঞানিক দিক থেকে দেখতে হলে, শরীরের হরমোন, বিশেষ করে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে গেলে কানে চুল গজায়। এ ছাড়া জেনেটিক কারণও রয়েছে।