13th December, 2024
শীতে বাঙালির অন্যতম বড় ভরসা বোরোলিন, এর পুরো অর্থ জানেন?
Credit - X
TV9 Bangla
সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। শীতকালে প্রতেক বাড়িতে এই ক্রিমের কৌটো নজরে পড়ে। এক ক্রিম একাধিক গুণ।
ত্বকের যে কোনও সমস্যায় বোরোলিনের জুড়ি মেলা ভার। শীতে এমনিতেই ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাতে বোরোলিন লাগালে মেলে উপকার।
বোরোলিন ব্যবহার করা হয় ত্বকের একাধিক সমস্যায়। সেগুলি হল - শরীরের কোথাও কেটে যাওয়া, ঠোঁট ফাঁটা, রুক্ষ ও শুষ্ক ত্বক।
ভারতে জিডি ফার্মাসিউটিক্যালস মারফত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন বিক্রি হয়। বছরের পর বছর ধরে এই ক্রিমের জনপ্রিয়তা বেড়েছে।
১৯২৯ সালে বাঙালি ব্যবসায়ী গৌরমোহন দত্ত কলকাতায় এই পণ্যের উদ্বোধন করেন। আলিপুরে নিজের বাড়িতে তিনি বোরোলিন বানানো শুরু করেছিলেন।
Boroline শব্দের প্রথম অংশ Boro, এটির উদ্ভব বোরিক পাউডার থেকে। এই বোরিক পাউডারের মধ্যে অ্যান্টিসেপ্টিক গুণাবলী রয়েছে।
Boro-র পর আসে Olin, এই শব্দটি একটি ল্যাটিন শব্দ। এর উদ্ভব Olean শব্দ থেকে। তার অর্থ তেল। বোরোলিনের এই পুরো অর্থ অনেকের অজানা।
ভারতে স্বদেশী আন্দোলনের সময় বোরোলিন স্বদেশী পণ্যের আইকন হয়ে উঠেছিল। ১৯৪৭ সালের ১৫অগস্ট স্বাধীনতা দিবসে বিনামূল্যে এক লক্ষ বোরোলিন বিতরণ করা হয়েছিল।
আরও পড়ুন