16th July, 2025

ভ্যানিশ হবে দাগছোপ, বাড়বে ত্বকের জেল্লা, যদি এভাবে মুখে লাগান টক দই

Credit -  Pinterest 

TV9 Bangla

টক দই শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে এটি খেলেই যে এর পুষ্টিগুণ মেলে, তা নয়। এটি মাখলেও ত্বকের জেল্লা বাড়ে।

কেউ যদি সঠিক উপায়ে টক দই মুখে মাখেন, তা হলে তার জেল্লা উপচে পড়বে। আর এই তফাৎ দেখা যাবে মাত্র ২দিনেই।

জেনে নিন টক দই ত্বকের কী কী উপকার করে? এটি মুখে মাখলে কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে। পাশাপাশি সানবার্ন কমায়।

টক দই আসলে প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। পাশাপাশি টক দই প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে।

টক দই এবং শসার রস মুখে ঠিক করে মাখলে ত্বক তরতাজা হবে। পাশাপাশি এই মিশ্রণ ত্বকে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না।

টক দই মুখের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। একইসঙ্গে ত্বকের টানটান ভাবও ধরে রাখতে সাহায্য করে। যার ফলে মুখের জেল্লা ফেরে।

দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক থেকে মৃত কোষ দূর করে ও ত্বককে উজ্জ্বল ও দীপ্তিময় করে। নিয়মিত টক দই ব্যবহারের ফলে ত্বকের বলিরেখা কমে।

বেসন ও টক দইয়ের মিশ্রণ যদি মুখে মাখেন, তা হলে ত্বক পরিষ্কার হবে। এই মিশ্রণ ১০ মিনিট মুখে মেখে থাকতে হবে। তারপর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।