31st January, 2025
রাতে বালিশের নীচে রাখুন একটি তুলসী পাতা, নিমেষে বদলে যাবে জীবন
Credit -Pixabay, Canva, Getty Image
TV9 Bangla
হিন্দু ধর্মে তুলসী গাছকে বরাবর খুবই পবিত্র বলা হয়। এই গাছ ইতিবাচক শক্তি ও বিশুদ্ধতার প্রতীক বলেও পরিচিত।
তুলসী পাতা খেলে শরীরের নানা উপকার হয়। সর্দি-কাশি হলে অনেক বাড়িতে বড়রা তুলসী পাতার রস মধু দিয়ে খাওয়ার পরামর্শ দেন।
জ্যোতিষশাস্ত্র মতে, তুলসী পাতা বালিশের নীচে রেখে রাতের বেলায় ঘুমোলে মেলে চমৎকার সব উপকারিতা। জানেন সেগুলি কী?
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তুলসী গাছে লক্ষ্মীদেবীর বাস। যে বাড়িতে তুলসী গাছ রয়েছে, সেখানে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকে।
ধর্মীয় বিশ্বাস এই যে, বালিশের নীচে তুলসী পাতা রাখলে সেই ব্যক্তির বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়। ইতিবাচক শক্তি আসে।
রাতে ঘুমোনোর সময় বালিশের নীচে তুলসী পাতা রাখলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। কোনও ব্যক্তির রাগ নিয়ন্ত্রণেও সাহায্য করে।
একটি লাল কাপড়ে মুড়ে তুলসী পাতা বালিশের নীচে রাখলে বাড়িতে সম্পদের অভাব দূর হয়। নতুন চাকরির যোগ তৈরি হয়। অর্থ আসে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন