আজ কোন রাশির জাতক-জাতিকাদের জন্য কী কেনা ভাল?
insomnia 3

15 APR 2025

আজ কোন রাশির জাতক-জাতিকাদের জন্য কী কেনা ভাল?

credit:PTI

image

TV9 Bangla

সূচনা হয়ে গেল নতুন বাংলা বছর ১৪৩২। নববর্ষ মানে বাঙালির বিশেষ আনন্দের দিন। কথায় বলে বছরের প্রথম দিনটা যেমন যায়, বাকি দিনগুলিও নাকি সেই একইরকম কাটে।

সূচনা হয়ে গেল নতুন বাংলা বছর ১৪৩২। নববর্ষ মানে বাঙালির বিশেষ আনন্দের দিন। কথায় বলে বছরের প্রথম দিনটা যেমন যায়, বাকি দিনগুলিও নাকি সেই একইরকম কাটে।

অনেকের মতে এই দিন সোনা কেনা শুভ। তেমনই জ্যোতিষশাস্ত্র বলছে এই দিনে রাশি অনুসারে কিছু জিনিস কিনলে সুখের সারাট বছর। পয়লা বৈশাখে কি কেনা আপনার জন্য শুভ? দেখে নিন তালিকা।

অনেকের মতে এই দিন সোনা কেনা শুভ। তেমনই জ্যোতিষশাস্ত্র বলছে এই দিনে রাশি অনুসারে কিছু জিনিস কিনলে সুখের সারাট বছর। পয়লা বৈশাখে কি কেনা আপনার জন্য শুভ? দেখে নিন তালিকা।

মেষ রাশির জাতক-জাতিকা হলে এই দিনে জামাকাপড়, বইখাতা বা বৈদ্যুতিন সামগ্রী কিনতে পারেন। বৃষ রাশির জাতকদের জন্য নতুন গাড়ি-বাড়ি বা, গয়না কিংবা কোনও মূল্যবান জিনিস কেনা শুভ।

মেষ রাশির জাতক-জাতিকা হলে এই দিনে জামাকাপড়, বইখাতা বা বৈদ্যুতিন সামগ্রী কিনতে পারেন। বৃষ রাশির জাতকদের জন্য নতুন গাড়ি-বাড়ি বা, গয়না কিংবা কোনও মূল্যবান জিনিস কেনা শুভ।

আপনার রাশি যদি হয় কর্কট, তাহলে আসবাবপত্র কিনতে পারেন। বাড়ি বা জমি কেনার প্ল্যান থাকলে সেটাও সেরে নিতে পারেন। মিথুন রাশির জাতক-জাতিকা হলে খেলাধুলার জিনিস, বই, নতুন পোশাক এবং ঘর সাজানোর সামগ্রী কিনতে পারেন।

আপনি কি কুম্ভ রাশিক জাতক-জাতিকা? তাহলে এই পয়লা বৈশাখে বৈদ্যুতিন সামগ্রী বা বই কেনা আপনার জন্য শুভ। মীন রাশির জাতক হলে নতুন পোশাক এবং গয়না কিনতে পারেন।

মকর রাশির জাতক-জাতিকা হলে নতুন বাড়ি কিনতে পারেন। চাইলে বাড়ির জিনিসপত্র বা জমি কিনতে পারেন। ধনু রাশির জাতক হলে যাওয়ার জিনিস, আসবাবপত্র এবং জামাকাপড় কিনতে পারেন।

বৃশ্চিক রাশির ব্যক্তিরা বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে আজকে কিনে নিতে পারেন। এই দিনটা শুভ। কন্যা রাশির জাতকদের জন্য বইপত্র, পোশাক এবং নিজের স্বাস্থ্য সম্পর্কিত কোনও কিছু কেনা ভাল।

তুলা রাশির জন্য সুন্দর দেখতে যে কোনও জিনিস কিনতে পারেন, অথবা ঘর সাজানোর জিনিস এবং পোশাক কেনা ভাল। সিংহ রাশির জাতকদের গয়না কেনা ভাল।