31 MAY 2025

বিশ্বের চতুর্থ বৃহৎ ধর্ম কি? উত্তর জানলে চমকে যাবেন  

credit:TV9, PTI

TV9 Bangla

ধর্ম! সমগ্র পৃথিবীতেই প্রায় বেশিরভাগ মানুষের কাছে জীবনের মূল চালিকাশক্তি এই ধর্ম। ধর্ম আলাদা আলাদা হতে পারে, তবে মানুষকে বাধতে, নিয়ম শৃঙ্খলায় আনতে, সর্বোপরি সুস্থভাবে বাঁচতে বড়ই গুরুত্বপূর্ণ এই জিনিসটির অস্তিত্ব।

কেউ বিশ্বাস করেন হিন্দু ধর্মে, কেউ আবার ভরসা রাখেন নিরাকার আল্লাহয়। কারও উপাস্য প্রভু যীশু। কেউ কেউ আবার নাস্তিকও। মানে যারা কোনও ঈশ্বরে নয়, মানন ধর্মে বিশ্বাসী।

এই বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ধর্ম। তবে সময়ের সঙ্গে খ্রীস্টান এবং মুসলিম ধর্মের প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবশ্য হারিয়েও গিয়েছে বহু প্রাচীন ধর্ম। কিছু কিছু ধর্মের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। তবে সে সব অন্য কথা।

মনে করা হয় পৃথিবীতে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ৩০০ ধরনের ধর্মের মানুষ। হিন্দু, মুসলিম ছাড়াও আছে শিখ, বৌদ্ধ, ইহুদি, ভোদোর মতো অনেক ধর্ম।

পরিসংখ্যান বলছে এই সব ধর্মের মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি অনুগামী রয়েছে খ্রীস্টান ধর্মের। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩১.৬% এই ধর্মের মানুষ।

দ্বিতীয় স্থানে আছে মুসলিমরা। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২৫.৮% মুসলিম ধর্মালম্বী। তৃতীয় স্থানে রয়েছে হিন্দু ধর্মালম্বীরা। মোট জনসংখ্যার ১৫.১% হিন্দু ধর্মে বিশ্বাসী।

তবে চতুর্থ স্থানে যারা আছেন তাঁদের কথা শুনলে চমকে যাবেন। পরিসংখ্যান বলছে চতুর্থ স্থানে আছেন নাস্তিকরা। অর্থাৎ যারা কোনও ধরনের ধর্মেই বিশ্বাসী নয় এমন মানুষ।

বিশ্বের মোট জনসংখ্যার ১৪.৪% মানুষ নাস্তিক। পঞ্চমে রয়েছে বৌদ্ধরা। প্রসঙ্গত, কদিন আগেই পিউ রিসার্চ সেন্টারের একটি গবেষণায় দাবি করা হয় গোটা বিশ্বে বহু মানুষের মধ্যে নাস্তিক হয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে।