11th May, 2025

কথায় কথায় OK বলেন, জানেন ফুল ফর্ম কী?

TV9 Bangla

Pic Credit- Getty Images 

ধরুন আপনি কাউকে কিছু বলছেন, তাতে সম্মতি জানাতে সামনের মানুষটা আপনাকে ওকে বলছেন। আবার কেউ আপনাকে কিছু বলছে, তাতে হয়তো আপনি সম্মতি জানাতে চান, তাই ওকে বলছেন।

অনেক মানুষ কথোপকথনের মাঝে মাঝে ওকে বলে থাকেন। মনে হতে পারে, এতে আবার বিশেষ কী হল! কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে একটা বিষয়।

আসলে এই ওকে বলা চলতেই থাকে। তবে OK-র ফুল ফর্ম অনেকেই জানেন না। আপনি কি জানেন OK-র ফুল ফর্ম কী? আসুন জেনে নেওয়া যাক।

আসলে “OK” শব্দটি ব্যবহার করা হয় ‘All Correct’ বা ‘Oll Korrect’ বোঝাতে। OK শব্দটি হল একটি ইংরেজি শব্দ।

‘OK’ শব্দটি প্রথম বার মুদ্রিত হয়েছিল ১৯ শতকে। ১৮৩৯ সালে ইংরেজি শব্দকে আরও ফ্যাশনেবল করার প্রবণতা বাড়ে। সেই সময় OK শব্দটি আসে।

‘OK’ শব্দটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটি সম্মতি, ঠিক আছে, সবকিছু ঠিক আছে ও গ্রহণযোগ্যতা প্রকাশ করতে ব্যবহৃত হয়।

‘OK’ শব্দটি উনবিংশ শতাব্দীতে একটি মজার ভুল বানান হিসেবে ব্যবহার করা হত। এরপর মার্টিন ভ্যান বুরেনের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার অভিযানের সময় শব্দটি জনপ্রিয়তা অর্জন করে।

বর্তমানে ‘OK’ একটি সর্বজনীন শব্দ। দৈনন্দিন জীবনে এই “OK” শব্দর বিরাট চল শুরু হয়েছে। কেউ কেউ এর অর্থ জেনে ব্যবহার করেন। অনেকে আবার না জেনেই ব্যবহার করেন।