13th January, 2025

কোম্পানির নাম OYO কেন?   

Credit - X, Canva

TV9 Bangla

কিছুটা সময় একান্তে কাটানোর জন্য অনেক যুগল হোটেলে যাওয়া পছন্দ করেন। আর সেক্ষেত্রে অনেকের প্রথম পছন্দ OYO হোটেল।

সাধ্যের মধ্যে সুন্দর হোটেলের সন্ধান দেয় OYO। অনেকেই OYO তে যান। কিন্তু কোম্পানির নাম ওয়োই কেন, অনেকে তা জানেন না। আপনি কি জানেন এই নাম কেন দেওয়া হয়েছে?

OYO-র ফুল ফর্ম হল 'On Your Own'। অবশ্য প্রথমে এই হোটেল পরিষেবার নাম OYO ছিল না।  শুরুতে কোম্পানির নাম ছিল ওরাভাল।

'On Your Own' এর অর্থ হল বুকিং করার পরে, সেই হোটেল রুম সম্পূর্ণ রূপে আপনার অর্থাৎ গ্রাহকের হয়ে যায়।

 OYO-র প্রতিষ্ঠাতা এবং মালিক রিতেশ আগরওয়াল। শুরুতে কোম্পানির নাম ওরাভাল থাকলেও ২০১৩ সালে নাম পরিবর্তন করে OYO রাখেন।

সম্প্রতি ওয়োর পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি হয়েছে। যেখানে OYO কর্তৃপক্ষ জানিয়েছে, অবিবাহিতদের হোটেল রুম দেওয়া হবে না।

OYO কোম্পানির তরফে জানানো হয়েছে, অবিবাহিত যুগলদের আর হোটেল ভাড়া দেওয়া যাবে না। ফলে কোনও অবিবাহিত যুগল এলে, তাদের ফিরে যেতে বলতে হবে।

যদিও OYO-র এই নতুন নিয়ম ভারতের সব জায়গার জন্য কার্যকর নয়। শুধু মিরাটে এই নিয়ম চালু করা হয়েছে। ফলে ভারতের অন্য জায়গায় OYO হোটেল বুক করতে যুগলদের সমস্যা হবে না।