25th December, 2024

কথা শেষে TATA বা BYE তো বলেন, এর ফুলফর্ম জানেন?

Credit - Getty Images

TV9 Bangla

ধরুন কারও সঙ্গে কথা বলছেন মোবাইল ফোনে, তারপর সেই ফোনটা রাখতে যাচ্ছেন, তখন অনেকেই বলে থাকেন TATA বা BYE।

আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, দেখলেন দরজার সামনে পরিবারের কেউ দাঁড়িয়ে, তখন আপনি হয়তো বললেন TATA বা BYE।

সামনাসামনি হোক বা মোবাইল ফোনের প্রান্ত থেকে, কথা বলার শেষে অনেকেই TATA বা BYE তো বলেন, কিন্তু এর ফুলফর্ম জানেন না।

বেশিরভাগ মানুষ বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির সদস্যদের বিদায় জানান। অনেক সময় কথা বলার শেষেও বিদায় জানান অনেকেই।

আর এই বিদায় জানানোর জন্য ছোট্ট করে TATA বা BYE বলে থাকেন অনেকে। আপনি কি জানেন এই TATA বা BYE এর ফুলফর্ম?

আসুন তা হলে জেনে নেওয়া যায়। BYE এর ফুলফর্ম হল Be With You Every Time, এটি সবসময় সংক্ষেপেই বলা হয়ে থাকে।

BYE এই শব্দটি ১৯৪০-এর দশকে খুবই বিখ্যাত হয়েছিল। TATA এবং BYE দুটিই ইংরেজি শব্দ। আজকাল কথায় কথায় এগুলোর ব্যবহার হয়ে থাকে।

ব্রিটিশ ইংরেজিতে TA-TA শব্দের অর্থ বিদায় ('goodbye' or 'farewell')। বিশেষত কাউকে বিদায় বলার সময় এই শব্দটি ব্যবহার করা হয়।