আপনার ডার্ক সার্কেলের কারণ এটা কি না ভেবে দেখুন তো...
TV9 Bangla
Credit - Freepik , Getty Images
পুরুষ হোক বা মহিলা অনেকের দেখা যায় ডার্ক সার্কেল। চোখের নীচে কালচে দাগের আসল কারণ হিসেবে অনেকে কম ঘুমকে দায়ী করেন।
শুধু কম ঘুমই কোনও ব্যক্তির ডার্ক সার্কেলের আসল কারণ নয়। পুরুষ হোক বা মহিলা ডার্ক সার্কেল হওয়ার নেপথ্যে রয়েছে আরও একাধিক বিষয়।
ডার্ক সার্কেল অনেক সময় জিনগতও হয়। অর্থাৎ কিছুক্ষেত্রে ডার্ক সার্কেল জিনগত কারণে হয়। যা বংশপরম্পরায় চলতে থাকে।
যাদের লিভারের সমস্যা থাকে, পেটের সমস্যা থাকে, তাদের অনেক সময় চোখের নীচে কালি দেখা যায়। ফলে যদি কোনও ব্যক্তি এমনটা লক্ষ্য করেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
অ্যালকোহল ও ধূমপানের অভ্যাস থাকলে, তার জন্যও অনেক সময় চোখের নীচে কালি পড়তে পারে। এর ফলে মাঝে মাঝে চোখের নীচে কালচে দাগের পাশাপাশি চোখ ফুলে যেতে পারে।
কেউ যদি সঠিক পরিমাণে জল না পান করে, তাহলে তার শরীরে ডিহাইড্রেশন হয়। এর ফলেও অনেক সময়ে চোখের নীচে অংশ ফুলে যায় এবং কালচে ভাব দেখা দিতে পারে।
মাঝে মাঝে অতিরিক্ত স্ট্রেসের কারণে আমাদের চোখের নীচে কালচে দাগ পড়তে পারে। তাই অবশ্যই স্ট্রেসের মাত্রা কমাতে হবে। প্রয়োজন পড়লে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বিঃ দ্রঃ - উপরিল্লিখিত তথ্য পাঠকদের শুধু জানানোর জন্য। এগুলো স্বাস্থ্য সংক্রান্ত তথ্য থেকে প্রাপ্ত। এ বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।