20th June, 2025

ডান বা বাম চোখ হঠাৎ করেই লাফাচ্ছে, আপনার জীবনে কী ঘটতে চলেছে জানেন?

TV9 Bangla 

Credit -  Freepik 

আচমকা বুঝতে পারলেন আপনার চোখ লাফাচ্ছে, এই সময় নিশ্চয়ই ভাবতে শুরু করেন এমন কেন হচ্ছে। অনেকের বিশ্বাস ডান হোক অথবা বাম চোখ লাফালে কিছু না কিছু হয়।

এক্ষেত্রেই বলতে হয়, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। জ্যোতিষশাস্ত্র যারা মানেন, তাদের অনেকেই বলে থাকেন যে, পুরুষ ও মহিলাদের চোখ লাফানোর অর্থ আলাদা আলাদা হয়।

আসলে পুরুষদের যদি ডান চোখ লাফায়, তা হলে সেটিকে শুভ বলে মনে করা হয়। আর মহিলাদের যদি বাম চোখ লাফায়, তা হলে সেটিকে শুভ বলে মনে করা হয়। আর এর উল্টোটা হলেই নাকি ঘটে মহাবিপদ।

জ্যোতিষশাস্ত্রে চোখ লাফানোর কারণ হিসেবে যাই উল্লেখ থাকুক না কেন, চিকিৎসা বিজ্ঞানেও এর কারণের উল্লেখ রয়েছে।

চিকিৎসা ভাষায় এই চোখ লাফানোকে বলা হয়, মায়োকেমিয়া। কোনও ব্যক্তি দীর্ঘদিন অনিদ্রায় ভুগলে, তার চোখের পাতা কাঁপতে পারে।

আসলে চোখের সঠিক বিশ্রাম প্রয়োজন। আর সেটা হয়, যখন মানুষ পর্যাপ্ত পরিমাণে ঘুমোয়। কোনও ব্যক্তির মানসিক চাপ বা টেনশন অতিরিক্ত বেড়ে গেলে চোখের পাতা কাঁপতে পারে।

এ ছাড়া আজকাল প্রচুর মানুষ কাজের জন্য একটানা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের স্ক্রিনে চোখ রাখেন। তাতে সঙ্গে সঙ্গে না হলেও ধীরে ধীরে চোখে প্রভাব পড়ে।

যদি কোনও ব্যক্তির ঘনঘন এই রকম চোখ লাফানোর সমস্যা হয়, সেক্ষেত্রে তার অতি অবশ্যই উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং তা মেনে চলা।