2nd February , 2025
বিদ্যুতের মিটারে লাল ও সবুজ আলো জ্বলার আসল কারণ জানেন?
Credit - X
TV9 Bangla
ইলেকট্রনিক মিটার কমবেশি সকলেই দেখেছেন। সেখানে দেখা যায় কোনও বাড়িতে কতটা বিদ্যুৎ খরচ হচ্ছে। অনেকে বিদ্যুতের মিটার থেকে নানা সমস্যার মুখোমুখি হন।
বৈদ্যুতিক মিটারে লাল এবং সবুজ দুটো রংয়ের আলো জ্বলে। আর দুই আলো জ্বলার আলাদা কারণ রয়েছে। জানেন সেগুলি কী?
বিদ্যুতের মিটারে লাল ও সবুজ আলো জ্বলার কারণ অনেকের অজানা। ইলেকট্রনিক মিটারে আলো জ্বলতে থাকার অর্থ যে বিদ্যুৎ খরচ হচ্ছে।
যদি কোনও সময় দেখেন বিদ্যুতের মিটারে আলো জ্বলছে না, তা হলে বুঝতে হবে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
কোনও বিদ্যুতের মিটারে যদি দেখা যায় খুব দ্রুত আলোর ঝলকানি দেখা যাচ্ছে, তার অর্থ অনেক বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে।
এসি বা অন্য বেশি পাওয়ারের ইলেকট্রনিক যন্ত্রপাতি যখন ঘনঘন ব্যবহার করা হয়, সেই সময় আলোর ঝলকানি বেড়ে যায়।
ইলেকট্রনিক মিটারে সবুজ আলো জ্বলার অর্থ কী? বিদ্যুতের মিটারে সবুজ বাতি জ্বলে যখন ক্রেডিট লিমিটের থেকে ব্যালান্স বেশি হয়।
বিদ্যুতের মিটারে লাল আলো জ্বলার কারণ, মিটারের মোড নির্দেশ করা। লাল আলোর জ্বলার ধরন অনুযায়ী বিদ্যুতের মিটারের খরচের পরিমাণ বোঝা যায়।
আরও পড়ুন