আপনি স্বপ্নে দেখেছেন ফুল, পশু-পাখি? জানেন জীবনে কী ঘটতে চলেছে?
TV9 Bangla
Credit - Freepik, Canva
অনেক ব্যক্তি নানা সময় স্বপ্নে এমন অনেক কিছু দেখেন, যেগুলি অন্য কারও সঙ্গে ভাগ করে নিতে পারেন না। স্বপ্নবিজ্ঞান বলছে, নানা স্বপ্নের আলাদা অর্থ রয়েছে।
স্বপ্নশাস্ত্র বলছে যে, ভোরবেলার স্বপ্ন সত্যি হয়। এদিকে স্বপ্নবিজ্ঞান বলছে যে, রাত ১২টা থেকে ভোর ৩টের মধ্যে যদি কেউ স্বপ্ন দেখেন, তাহলে সেই স্বপ্ন সত্যি হতে পারে।
স্বপ্ন দেখার ক্ষেত্রে অনেকের সারা দিনের কার্যকলাপ প্রভাব ফেলে। অনেক সময় গ্রহ ও রাশির অবস্থানও স্বপ্নের জন্য দায়ী। প্রতিটি স্বপ্নে লুকিয়ে থাকে কিছু না কিছু ইঙ্গিত।
স্বপ্নশাস্ত্র বলছে, যদি স্বপ্নে কারও মৃত্যু দেখেন, তা হলে বুঝতে হবে সংকট কেটে গিয়েছে। যদি কোনও মৃত ব্যক্তিকে দেখেন স্বপ্নে, তার অর্থ সেই ব্যক্তির ইচ্ছে অপূর্ণ থেকে গিয়েছে।
স্বপ্নে যদি পশু-পাখি যেমন - গরু, হাতি, বাঁদর, রাজহাঁস দেখেন, সেটি শুভ বলা হয়। এই স্বপ্নের অর্থ সম্পদপ্রাপ্তি হতে চলেছে বা সন্তানের জন্ম হতে চলেছে।
স্বপ্নে ফুল দেখা সাধারণত শুভ বলে মনে করা হয়। এটি নতুন শুরু, আনন্দ, প্রেম বা উন্নতির প্রতীক হিসেবেও ধরা হয়। তবে, ফুলের রং এবং সেটির অবস্থা স্বপ্নের অর্থ বদলে দিতে পারে।
স্বপ্নশাস্ত্র অনুসারে, স্বপ্নে দেব-দেবী, বিশেষ করে মা লক্ষ্মী, অথবা ধর্মগ্রন্থ (যেমন - গীতা) দেখা অত্যন্ত শুভ। স্বপ্নে চাঁদ এবং পদ্মফুল দেখাও শুভ বলে মনে করা হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, সেটি স্বপ্নবিজ্ঞান থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।