কারও বাইকের সামনে, কারও গাড়ির পিছনে বা সামনে ঝোলাতে দেখা যায় তিব্বতি পতাকা। এই পতাকাগুলিকে আসলে বলা হয় তিব্বতি প্রার্থনা পতাকা।
তিব্বতের বৌদ্ধ ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস ও প্রকৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে দেখা হয় এই পতাকাকে। তিব্বতের পতাকার পাঁচটি রং পাঁচটি উপাদান ও পাঁচটি দিকের প্রতীক।
তিব্বতের প্রার্থনা পতাকার গভীর আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। প্রতিটি রঙ একটি নির্দিষ্ট উপাদানের সঙ্গে যুক্ত ও একটি নির্দিষ্ট দিকের প্রতীক।
পতাকার প্রথম রঙটি নীল। তা আকাশের উপাদান ও পূর্ব দিকের প্রতীক। দ্বিতীয় রঙটি সাদা। তা প্রকৃতির পাঁচটি উপাদানের মধ্যে বায়ুর প্রতীক। এটি পশ্চিম দিককে প্রতিনিধিত্ব করে।
তৃতীয় রং লাল। আগুনকে প্রতিনিধিত্ব করে। দক্ষিণ দিকের প্রতীক। এরপর সবুজ রঙ। জল ও উত্তর দিকের সঙ্গে সম্পর্কিত। তারপর হলুদ রঙ। যা পৃথিবী ও তার কেন্দ্রের প্রতীক।
এই পতাকাগুলিতে মন্ত্র, শুভ বার্তা লেখা থাকে। বিশ্বাস করা হয় যে, যখন এগুলি কোথাও ঝোলানো হয় ও বাতাস এই পতাকাগুলিকে স্পর্শ করে বয়ে চলে, তখন মন্ত্র ও আশীর্বাদ বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে।