7th February, 2025
শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে বাড়ির তুলসী গাছটি? কোন বিপদ কড়া নাড়ছে দরজায়?
TV9 Bangla
Credit - Pinterest, Meta AI, Getty Image
ভারতীয় ব্যক্তিদের বাড়িতে একটি গাছকে দেবী রূপে পুজো করা হয়। আর তা হল তুলসী। হিন্দু ধর্মে তুলসী গাছকে খুবই শুভ বলা হয়।
তুলসী গাছে জল দেওয়ার বিশেষ সময় রয়েছে যেমন, ঠিক সেই রকমই এই গাছে হলুদ সুতো বাঁধলে সেই পরিবারে আর্থিক অবস্থা উন্নত হয়।
ভগবান বিষ্ণুর খুবই প্রিয় তুলসী গাছ। এই গাছে মা তুলসীর বাস বলে মনে করা হয়। কথিত আছে, যে বাড়িতে তুলসী গাছ রয়েছে, সেখানে সুখ ও সমৃদ্ধি থাকে।
বাড়ির তুলসী গাছ ভবিষ্যতের শুভ ও অশুভ দুই ঘটনা সম্পর্কে ইঙ্গিত দেয়। তুলসী গাছের রং পরিবর্তনেও একাধিক লক্ষণ লুকিয়ে থাকে।
দুই ধরনের তুলসী গাছ রয়েছে। যার মধ্যে সবুজ পাতাযুক্ত গাছকে রাম তুলসী গাছ বলা হয়। আর বেগুনি পাতা যুক্ত গাছকে শ্যামা তুলসী বলা হয়।
যদি দেখেন বাড়ির তুলসী পাতা হঠাৎ করেই সবুজ থেকে বেগুনি হয়ে যাচ্ছে, সেটি শুভ লক্ষণ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী সেই ব্যক্তির সঙ্গে রয়েছেন।
বাড়ির তুলসী পাতার রং যদি সবুজ থেকে হলুদ হয়ে যায়, তা বড় সংকটের ইঙ্গিত দেয়। বলা হয়, বাড়িতে নেতিবাচকতা ও রোগ বাড়তে শুরু করে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন