29th June, 2025

মন্দিরে ঢোকা নাকি বেরোনর সময় ঘণ্টা বাজানো উচিত?

TV9 Bangla 

Credit - Getty Images 

কোনও মন্দিরে গেলেই নজর যায় সেখানে থাকা ঘণ্টার দিকে। মন্দিরে প্রবেশ করার সময় কেউ কেউ ঘণ্টা বাজিয়ে থাকেন।

কেউ কেউ আবার কোনও মন্দিরে গেলে সেখান থেকে বেরোনর সময় ঘণ্টা বাজান। আপনি কি জানেন ঠিক কোন সময় কোনও মন্দিরের ঘণ্টা বাজানো উচিত?

স্কন্দ পুরাণ অনুযায়ী, মন্দিরে হওয়া ঘণ্টাধ্বনি কানে গেলে যে কোনও মানুষের শত জন্মের পাপ স্খলন হয়। হিন্দু ধর্ম মতে মন্দিরে প্রবেশের সময় ঘণ্টা বাজানোর নিয়ম রয়েছে।

হিন্দু ধর্মে পুজো-পাঠের বেশ কিছু নিয়ম রয়েছে। যা সকলকে মেনে চলার কথা বলা হয়। তার মধ্যে একটি হল মন্দিরে ঢোকার সময় ঘণ্টা বাজানো।

মনে রাখতে হবে মন্দিরে প্রবেশের সময় একনাগাড়ে ঘণ্টা বাজানো ঠিক নয়। বরং একবার বা দু'বার ঘণ্টা বাজাতে হবে। সেই সময় ঈশ্বরের নাম বা কোনও মন্ত্র জপ করতে পারেন।

আসলে মন্দিরে প্রবেশের সময় যদি কোনও ব্যক্তি ঘণ্টা বাজান, তা হলে দেবতারা জাগ্রত হন। সেই সময় সেখানে যে ব্যক্তি ঘণ্টা বাজান, তাঁর শরীরে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়।

শাস্ত্রে এও বলা হয়েছে যে, মন্দির থেকে বেরোনর সময় যদি কেউ ঘণ্টা বাজান, তা হলে মন্দিরে ইতিবাচক শক্তি বিকশিত হয় না। পাশাপাশি এমনটা বিশ্বাস করা হয় যে, ঈশ্বর তাতে রুষ্ট হন।

বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।