নয় সাধারণ রথ, নয় সাধারণ দড়ি... রথযাত্রার এই তথ্য অবাক করতে পারে
TV9 Bangla
Credit - Getty Images
আর ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ ২৭ জুন রথযাত্রা। পুরীধামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই পরিস্থিতিতে অনেকের মনে পুরীর রথযাত্রা নিয়ে নানা প্রশ্ন আসছে।
জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার তিনটি আলাদা আলাদা রথ রয়েছে। রথযাত্রার সময় সেগুলি নিয়ে অনেকেই জানতে চান। জানেন সেই রথগুলির নাম কী?
জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ। এটি দেখতে হয় লাল এবং হলুদ রংয়ের। এই রথে রয়েছে মোট ১৬টি চাকা। এই রথ ঘিরে সকলের বেশি আগ্রহ।
বলরামের রথের নাম তালধ্বজ। এটি দেখতে হয় লাল এবং সবুজ রংয়ের। এই রথে রয়েছে মোট ১৪টি চাকা। দাদা জগন্নাথের থেকে ২টি চাকা কম থাকে বলরামের রথে।
জগন্নাথদেব ও বলরামের বোন সুভদ্রার রথের নাম হল দর্পদলন। এই রথটি লাল এবং কালো রংয়ের হয়। এই রথে থাকে মোট ১২টি চাকা।
শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে তৈরি হয় রথ তৈরির কাজ। তিনটি রথ তৈরি করতে সময় লাগে প্রায় দু'মাস। তিনটি রথ নিম কাঠ দিয়ে তৈরি।
সোনার কুঠার দিয়ে ওই নিম কাঠ কাটা হয়। রথ নির্মাণ করার সময় কোনও পেরেক বা কাটা কাঠ ব্যবহার করার নিয়ম নেই। এই তিন রথ বানানোর কাঠ পুরো সোজা ও খাঁটি হতে হয়।
জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের দড়ির নাম যথাক্রমে - শঙ্খচূড়া নাগিনী, বাসুকি ও স্বর্ণচূড়া। প্রসঙ্গত, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের পতাকার নাম যথাক্রমে - ত্রৈলোক্যমোহিনী, উন্নানি ও নাদাম্বিকা।