29th June, 2025

মেলে না নার্সারিতে!  তাও কীভাবে ফোটে  বিয়ের ফুল?

TV9 Bangla 

Credit - PTI, Getty Images

'বিয়ের ফুল ফুটেছে...' এই কথা তো হামেশাই শুনি আমরা। এর ফলাফল কী, সেই সম্পর্কেও একটা স্পষ্ট ধারণা রয়েছে। তবে বিয়ের ফুল কথা কেন বলে জানেন?

এই বিয়ের ফুল কি সত্যিই কোনও চারা বিক্রেতা বা ফুলের দোকানে পাওয়া যায়? আসলে এমন কিছুর বাস্তবে হয় না। গোটাটাই রূপক।  

শুধু কথাতেই রয়েছে, বিয়ের ফুল ফুটেছে। গ্রাম বাংলায় সাধারণত কেউ যখন প্রেমে পড়েন বা বিয়ে বিয়ে করে লাফালাফি শুরু করেন, তখনই এই প্রবাদ বাক্যের ব্যবহার করে থাকেন স্থানীয়রা।

কিন্তু কেন ফুলই বা বলা হয়? সাধারণ ভাবে নতুন কিছু শুরুর প্রতীক হিসাবেই এই ফুলের কথা তুলে ধরা হয়েছে। 

ফুল ভালোবাসা, বিয়ে, বা আবেগের প্রতীক। তার মধ্যে একটা রোমান্টিকতা রয়েছে। নতুন কিছু শুরুর প্রতীকও। তাই বিয়ের সম্ভবনা বাড়লে, ফোটে বিয়ের ফুল।

গুরুজনেরা আবার বলেন, এই বিয়ের ফুলটা বিশ্বাসের প্রতীক। দু'জন মানুষের মধ্যে সম্পর্ক, পরবর্তীতে জীবন চলা, সব মিলিয়ে বিয়ে একটা সুমধুর সম্পর্ক।

এবার কেউ যদি পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু এই ধরণের কথা বলা উচিত নয়। 

একটি উদাহরণ দিয়ে বলা যেতে পারে, “দিনরাত ফোনে কথা, নিশ্চয়ই বিয়ের ফুল ফুটেছে!”